বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগে শুরু হলো নতুন এক বিতর্ক। বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হুগলির কামারকুণ্ডুতে ব্রিজ উদ্বোধন প্রসঙ্গ। আগামীকাল কামারকুণ্ডুতে ব্রিজ উদ্বোধন করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে সেই অনুষ্ঠান সম্পর্কে অবগত নয় খোদ রেল কর্তৃপক্ষ। এমনকি উদ্বোধনের সময় জানতে চেয়ে এদিন হুগলির জেলাশাসককে একটি চিঠিও পাঠান হাওড়ার DRM মনীশ জৈন। চিঠিতে দাবি করা হয়, “কামারকুণ্ডুতে রেলব্রিজটি যখন রেল কর্তৃপক্ষ এবং রাজ্যের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে, তখন তার উদ্বোধন সবার দ্বারাই করা হবে।”
উল্লেখ্য, অতীতে বৈদ্যবাটি এবং তারকেশ্বরের মধ্যে সিঙ্গুরের নিকট একটি লেভেল ক্রসিং নিয়ে সৃষ্টি হয় সমস্যা। দু দিক দিয়ে ট্রেন চলাচল করার সময় একাধিক সমস্যার সম্মুখীন হতেন গাড়িচালক এবং অন্যান্য মানুষেরা। এই বিষয়টি সামনে আসার পরেই রেল এবং রাজ্যের যৌথ প্রচেষ্টায় রেল ব্রিজ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়। বলে রাখা ভালো, রেল ব্রিজটি তৈরি হওয়ার পর সেই মুহূর্তে তার উদ্বোধন করেন তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার। কিন্তু এরপরেই কিছু সমস্যাবশত তা বন্ধ করে দেওয়া হয়।
সূত্রের খবর, সম্প্রতি নতুন পরিকল্পনা অনুযায়ী রেলব্রিজটি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার এবং সেইমতোই আগামীকাল এর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মূল বিতর্কের বিষয় হল এই যে, মুখ্যমন্ত্রীর পদক্ষেপ সম্পর্কে অবগত নয় খোদ রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে রেল দ্বারা এদিন চিঠি দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর কারণও জিজ্ঞাসা করা হয় বলে খবর।
যদিও বর্তমানে রাজ্য প্রশাসন দ্বারা এই চিঠির কোনরকম উত্তর দেওয়া হয়নি। তবে আগামীকালের এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক আরো বৃদ্ধি পাবে বলেই মত বিশেষজ্ঞদের।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা