কেকে-র পর আবারো ইন্দ্রপতন সঙ্গীত জগতে! মাত্র ২২ বছর বয়সে অকালপ্রয়াণ জনপ্রিয় গায়কের

বাংলা হান্ট ডেস্কঃ গত মঙ্গলবার রাতে কলকাতার একটি কলেজে গান গাইতে এসে আচমকাই শহরের বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে। এরপর আজ বাণিজ্য নগরীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী থেকে একাধিক তারকারা আর এই শোকের পরিবেশের মধ্যে অপর এক দুঃসংবাদের সাক্ষী থাকলো দেশবাসী। মাত্র 22 বছর বয়সে মৃত্যু হলো দিল্লির উঠতি গায়ক শেইল সাগরের।

গতকাল জনপ্রিয় এই গায়কের মৃত্যু হলেও অবশ্য মৃত্যুর কারণ সম্পর্কে কোন ধারণা মেলেনি। বলে রাখা ভালো যে, শেইল সাগর বর্তমান যুগে একজন জনপ্রিয় ইন্ডিপেন্ডেন্ট গায়ক। উল্লেখ্য, তার প্রথম গান ‘ইফ আই ট্রাইড’-এর মাধ্যমে সর্বপ্রথম দেশবাসীর মনে জায়গা করে নেয় শেইল। এই গানটি জনপ্রিয় হওয়ার পর থেকে আরও বেশ কিছু গান মুক্তি পায় যথা ‘বিফোর ইট গোজ’, ‘স্টিল’ এবং ‘মিস্টার মোবাইল ম্যান লাইভ’। এরপর থেকে অসাধারণ কন্ঠের মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের মনে অন্যতম এক জায়গা করে নেয় শেইল। এমনকি তার ঝুলিতে বেশ কয়েকটি মিউজিক পুরস্কারও ছিলো। ফলে গায়কের এই অকাল প্রয়াণে স্বভাবতই শোকস্তব্ধ গোটা দেশবাসী।

গায়কের মৃত্যু প্রসঙ্গে ভিরাজ কালরা লেখেন, “খুব দুঃখের দিন। প্রথমে কেকে আর এবার শেইল সাগর। খুব ভালো গায়ক ছিলো। ওর আত্মা শান্তি পাক।” অপর এক ব্যক্তি লেখেন, “RIP শেইল সাগর। ওর আত্মা শান্তি পাক। ব্যক্তিগতভাবে চিনতাম না তবে একবার ওর শোয়ে গিয়েছিলাম। খুব ভালো গায়ক। আমরা একজন রত্নকে হারালাম।”


Sayan Das

সম্পর্কিত খবর