বাংলাহান্ট ডেস্ক: কেকের (KK) মৃত্যুর আগে থেকেই নেটিজেনদের নিশানায় রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। ভারত খ্যাত গায়কের থেকে অনেক বেশি ভাল গান বলে সুর চড়িয়েছিলেন তিনি। বদলে জুটেছিল সমালোচনা। সেটা দ্বিগুণ হয় রাতে কেকের মৃত্যু সংবাদ এসে পৌঁছানোর পর। নেটনাগরিকরা যারপরনাই ক্ষুব্ধ রূপঙ্করের উপরে। এবার দোসর হলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)।
কুৎসিত গালাগালিতে ভরা ভিডিও বানিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি বারবার। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ বাদ যায়নি রোদ্দুরের নিশানা থেকে। সেই তালিকায় জুড়ল রূপঙ্করের নামও। অশ্রাব্য গালাগালি দিয়ে রূপঙ্করকে রোদ্দুরের নির্দেশ, এবার থামো।
অন্য কারোর থেকে নিজে বেশি ভাল গান করেন বলে দাবি রূপঙ্করের। সেটা তিনি মনে করতেই পারে। তাই বলে সবার সামনে বলা, আমি বেশি ভাল গাই। ওঁর গান কেন শুনবে, এসব বলা কেন? শিল্পী হিসাবে কোনো এথিকস নেই রূপঙ্করের? প্রশ্ন ছুঁড়লেন রোদ্দুর রায়।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে রূপঙ্কর কেকে বিতর্ক। বিষয়টা ক্রমশই ঘোরালো হয়ে উঠছে। জাতীয় পুরস্কার জয়ী শিল্পী সাফাই দেওয়ার চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। উলটে রূপঙ্করকে বয়কট করার ডাক দিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।
খুনের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন রূপঙ্কর ও তাঁর স্ত্রী। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রাখতেও বাধ্য হয়েছেন তাঁরা। শিল্পী মহলের অনেকেই মুখ খুলেছেন রূপঙ্করের বিপক্ষে। তবে কয়েকজনকে পাশেও পেয়েছেন গায়ক। যদিও নেটপাড়ায় ট্রোল, মিম বানানো বন্ধ হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী সাহিত্য আকাদেমি পুরস্কার পাওয়ার পর কুরুচিকর মন্তব্য করে ভিডিও পোস্ট করেছিলেন রোদ্দুর রায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার অভিযোগে অভিযোগও দায়ের হয়েছিল রোদ্দুরের বিরুদ্ধে। তবে তাঁকে দমানো যায়নি। আর এবারে রূপঙ্করকে কটাক্ষ করে তিনি বুঝিয়ে রোদ্দুর আছে রোদ্দুরেই।