হিঙ্গলগঞ্জে পরপর বোমা বিস্ফোরণে মৃত এক, জখম বহু! গ্রেফতার তৃণমূল নেতা, চাঞ্চল্য এলাকায়

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রাতে বসিরহাটের হিঙ্গলগঞ্জে ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের কারণে এক যুবকের মৃত্যু হওয়ার পাশাপাশি অপর একজনের হাত উড়ে যায়। এবার এই ঘটনায় গ্রেফতার করা হলো সান্ডেলেবিল গ্রামের তৃণমূল নেতা ইকবাল আহমেদ ওরফে মুকুলকে। তৃণমূলের নেতা হওয়ার পাশাপাশি অপর একটি পরিচয় রয়েছে এই ব্যক্তির। এই ইকবাল আহমেদ সম্পর্কে তৃণমূল পঞ্চায়েত সদস্য আরিফা বিবির স্বামীও বটে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতের দিকে বাঁকড়া গ্রামে আফসার গাজি নামে এক এলাকাবাসীর বাড়িতে বাঁধা হচ্ছিল বোমা আর ঠিক সেই সময় আচমকাই বোমাটি ফেটে ঘটে যায় বিস্ফোরণ। ঘটনাস্থলে আতাউর সর্দার নামে এক যুবকের মৃত্যু হয় এবং সুজন গাজী নামে 25 বছরের অপর এক যুবকের হাত উড়ে যায়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন জখম হয়। তবে যে বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, তাদের সকলেই পলায়ন করেছে বলে জানায় পুলিশ।

গ্রামবাসীদের কথায়, বেশ কয়েকদিন ধরেই আফসার গাজির বাড়ির ভিতর বোমা বাঁধার কাজ চলছিল। বোমা তৈরির মশলাও ছিল সেখানে। তবে গতকাল হঠাৎ সেই বোমা ফেটে বিস্ফোরণ ঘটে যায়। তবে একটি নয়, মুহুর্তের মধ্যে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, গ্রামে একটি পুকুরের ঘাট সংস্কার করা নিয়ে সম্প্রতি দুই ঠিকাদার সংস্থার ভিতর কথা কাটাকাটি হয় আর সেই ঘটনার জেরেই বোমা তৈরি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। গতকাল রাতে বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গেই এক যুবকের মৃত্যুর পাশাপাশি আরও অনেকে জখম হয় বলে খবর। এর পরেই গোটা এলাকা পরিদর্শন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ।

Sayan Das

সম্পর্কিত খবর