বাংলা হান্ট ডেস্কঃ উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন চম্পাওয়াত উপ-নির্বাচনে 54 হাজারেরও বেশি ভোট পেয়ে জয় লাভ করলেন। তাঁর জয় একপ্রকার নিশ্চিত বলেই মনে করা হয়েছিল এবং এদিনও দেখা গেল ঠিক তাই। যতই রাউন্ড এগোতে থাকে, ততই তাঁর প্রাপ্ত ভোটের অঙ্ক বাড়তে থাকে। শেষ পর্যন্ত বিরাট জয়লাভের পর এই গোটা এলাকা জুড়ে শুরু হয়ে যায় উল্লাস।
উল্লেখ্য, গত 31 মে চম্পাওয়াত এলাকায় উপনির্বাচন সংঘটিত হয়, যার ফল ঘোষণা করা হয় আজ। এই উপনির্বাচনে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ছাড়াও লড়াই করেন কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি, এসপি প্রার্থী মনোজ কুমার ভাট, নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি এবং অন্যান্যরা। তবে এদিন 54121 ভোট পেয়ে শেষ হাসি হাসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কংগ্রেস দলের জমানত জব্দ হয়েছে বলেও খবর।
নিচে দেওয়া রইলো প্রথম কয়েকটি রাউন্ড শেষে বিজেপি, কংগ্রেস, এসপি ও নির্দল প্রার্থীদের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান
পোস্টাল ব্যালট
বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি-3856
কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি-164
এসপি প্রার্থী মনোজ কুমার ভাট-25
নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি- 15
দ্বিতীয় পর্যায়
বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি-7435
কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি-312
এসপি প্রার্থী মনোজ কুমার ভাট-74
নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি-73
তৃতীয় পর্যায়
বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি-10617
কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি-425
এসপি প্রার্থী মনোজ কুমার ভাট-103
নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি-109
চতুর্থ পর্যায়
বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি-13215
কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি – 492
এসপি প্রার্থী মনোজ কুমার ভাট -124
নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি-120
পঞ্চম পর্যায়
বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি – 17904
কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি – 804
এসপি প্রার্থী মনোজ কুমার ভাট – 172
নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি-104
ষষ্ঠ পর্যায়
বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি – 21000
কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি – 1093
এসপি প্রার্থী মনোজ কুমার ভাট – 186
নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি- 182
সপ্তম পর্যায়
বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি – 25219
কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি – 1273
এসপি প্রার্থী মনোজ কুমার ভাট – 232
নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি- 221
অষ্টম পর্যায়
বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি – 29939
কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি – 1573
এসপি প্রার্থী মনোজ কুমার ভাট – 268
নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি- 246
নবম পর্যায়
বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি – 35839
কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি – 1873
এসপি প্রার্থী মনোজ কুমার ভাট – 307
নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি- 282
দশম পর্যায়
বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি – 42573
কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদি – 2189
এসপি প্রার্থী মনোজ কুমার ভাট – 324
নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটি- 313