খাগড়াগড় বিস্ফোরণে মূল চক্রী বাংলার প্রথম ISIS জঙ্গি মুসাকে যাবজ্জীবন কারাদণ্ড

বাংলা হান্ট ডেস্কঃ 2013 সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের মূলচক্রী আইএসআইএস জঙ্গি মুসা ওরফে মোহাম্মদ মসিউদ্দিনকে এদিন যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এদিন কলকাতার নগর দায়রা আদালতের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে রায় শোনানো হয়। উল্লেখ্য, বাংলায় এই প্রথম কোনো isis জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হলো বলে জানা গিয়েছে।

2013 সালের অক্টোবর মাসে বর্ধমান বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল মুসা। এরপরই তার উদ্দেশ্যে খোঁজ চালায় পুলিশ এবং সিআইডির যৌথ দল। অবশেষে 2016 সালে 4 ঠা জুলাই বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাকে। পরবর্তীকালে এনআইএ দ্বারা জেল হেফাজতে নেওয়া হয় অভিযুক্তকে। তবে শুধুমাত্র বিস্ফোরণ ঘটানোই হয়, জেল হেফাজতে থাকাকালীন কারারক্ষীদের ওপর হামলা চালানোর পাশাপাশি বিচারককে জুতো ছোঁড়ারও অভিযোগ ওঠে মোহাম্মদ মসিউদ্দিনের বিরুদ্ধে। অবশেষে এদিন বীরভূম জেলার লাভপুরের বাসিন্দা মুসার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল এনআইএ আদালতের বিচারক।

Musa

উল্লেখ্য, মোহাম্মদ মসিউদ্দিন ওরফে মুসার বিরুদ্ধে দেশদ্রোহিতা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। এই সূত্রে পুলিশ এবং সিআইডির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দ্বারাও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন এসকল মামলায় শেষ পর্যন্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল। এদিন আদালতের এই রায়ের পর আমাদের রাজ্যে প্রথম আইএসআইএস জঙ্গির সাজা হল বলেও জানা গিয়েছে।

Sayan Das

সম্পর্কিত খবর