ভোগান্তি বাংলা জিমন্যাস্টিক্স দলের, ট্রেন ডাকাতিতে খোয়া গেল লক্ষাধিক টাকা ও দরকারি নথি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার প্রশ্ন ওঠে গেল রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। খেলো ইন্ডিয়ায় অংশ নিতে যাওয়ার পথে ট্রেনের মধ্যেই ডাকাতদের খপ্পরে পড়লো বাংলার জিমন্যাস্টিক্স দল। অমৃতসর মেলে মোকামা এবং পাটনা শরিফের মাঝের এলাকায় এই ঘটনা ঘটে বলে জানতে পারা যাচ্ছে।

বাংলা দল জানিয়েছে যে, রাত আড়াইটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই ডাকাতির ঘটনা ঘটেছে। বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেস নিয়ে গিয়েছে ডাকাতরা। তাতে ছিল প্রতিযোগীতার প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র, লক্ষাধিক টাকা, ক্রেডিট কার্ড এবং মোবাইল। দিলীপ বাবুর ছাড়াও আন্তর্জাতিক বিচারক অংশুমান বন্দ্যোপাধ্যায়ের স্যুটকেসও খোয়া গিয়েছে। বাংলা দল জানিয়েছে যে রেল পুলিশ, কামরার টিটি বা রেলের অন্য কোনও আধিকারিকের থেকে বিন্দুমাত্র সাহায্য পাওয়া যায়নি। এমনকী এফআইআরও নিতেও অস্বীকার করে আরপিএফ।

চণ্ডীগড়ে আয়োজিত হচ্ছে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা। সেই সংক্রান্ত যাবতীয় নথিপত্র যাবতীয় নথিপত্র খোয়া যাওয়ায় এবার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সন্দেহ দেখা গিয়েছে। কাল সকালে অম্বালা পৌঁছবে বাংলা দল। সেখানে পৌঁছে এফআইআর দায়ের করার কথা ভাবছেন দিলীপ বাবুরা।

অংশুমান বন্দ্যোপাধ্যায়ের বয়ান অনুযায়ী, ‘রেলের পক্ষ থেকে বিন্দুমাত্র সাহায্য করা হয়নি। টিটি, স্টেশন মাস্টার এসে দেখে গিয়েছে। কিন্তু কাজের কাজ হয়নি। চুরি হয়েছে বোঝার পর আমরা চেন টেনেছিলাম।‌ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। আমরা এসি টু-তে রয়েছি। এখান থেকে এমন ভাবে চুরি হওয়ার জন্য দায়ী রেলের সুরক্ষা ব্যবস্থা।’

Reetabrata Deb

সম্পর্কিত খবর