১০৮ ঘণ্টায় ৭৫ কিমি রাস্তা তৈরি করার লক্ষ্য! গিনিস বুকে নাম তুলতে প্রস্তুত ভারতের এই হাইওয়ে

বাংলা হান্ট ডেস্কঃ নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মহারাষ্ট্র। মাত্র 108 ঘন্টা তথা সাড়ে চার দিনের মধ্যেই মহারাষ্ট্রে তৈরি হতে চলেছে 75 কিলোমিটার দীর্ঘ রাস্তা। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে মুহূর্তের মধ্যেই নাম উঠে যেতে পারে গিনেস বুক অব রেকর্ডস-এ। এই রেকর্ডের হাতছানি মধ্যেই গতকাল থেকে শুরু করা হয়েছে কাজ।

উল্লেখ্য, মহারাষ্ট্রের অমরাবতীর লোনি গ্রাম থেকে আকোলার মানা গ্রাম পর্যন্ত একটি হাইওয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এই কাজটি 7 ই জুনের মধ্যে শেষ হবে বলে দাবি নির্মাণকারী সংস্থার। বর্তমানে সেই দাবি পূরণ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে চলেছে সকল কর্মীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে গিনেস বুক অফ রেকর্ডসের একটি দল। তারা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘুঁটিনাটি দেখবে বলে খবর।

জানা গিয়েছে, বিটুমিনাস কংক্রিট দিয়ে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই রাস্তা তৈরি করা হচ্ছে। বর্তমানে লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য প্রায় 1000 জনের কাছাকাছি কর্মী নিয়ে কাজ হয়ে চলেছে বলে খবর।

বলে রাখা ভালো, অতীতে কাতার দেশের কাছে দ্রুত সময়ে রাস্তা তৈরি করার রেকর্ডটি সুরক্ষিত রয়েছে। উক্ত দেশটি 10 দিনের মধ্যে 25 কিলোমিটারের একটি রাস্তা তৈরি করে। তবে মহারাষ্ট্রে লোনি গ্রাম থেকে মানা গ্রাম পর্যন্ত এই রাস্তাটি নির্মাণ করা সম্ভব হলে তা কাতারকে পরাজিত করে নিজেদের নাম শীর্ষে তুলতে সক্ষম হবে আর সেই আশাতেই বর্তমানে বুক বেঁধেছে সকলে।

Sayan Das

সম্পর্কিত খবর