বাংলা হান্ট ডেস্কঃ বাংলা ছাড়িয়ে এবার চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলা গিয়ে পৌঁছালো অসমের বুকে, যেখানে চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠল অসম পুলিশের সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। স্বয়ং পুলিশের বিরুদ্ধেই এই অভিযোগ ওঠায় হতবাক হয়ে পড়েছে রাজ্যবাসী।
উল্লেখ্য, ONGC তে চাকরি করিয়ে দেওয়ার নাম করে ওই সাব-ইন্সপেক্টর তার প্রেমিকের সঙ্গে লক্ষাধিক টাকা প্রতারণা করে বলে অভিযোগ। এমনকি পরবর্তীকালে পরিকল্পনা মাফিক নিজের প্রেমিক তথা বাগদত্তার বিরুদ্ধেই মামলা দায়ের করে গ্রেফতার করে জুনমনি রাভা নামে ওই সাব-ইন্সপেক্টরটি। তবে বর্তমানে সত্য ঘটনা সামনে আসতেই অভিযুক্ত ওই পুলিশকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, জুনমনি রাভা অসমের নগাঁও জেলায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিল। ওই সময়কালে চাকরির নাম করে নিজের বাগদত্তা রানা পরাগকে সঙ্গে নিয়ে একাধিক চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা প্রতারণা করে সে। পরবর্তীকালে ধরা পড়ে যাওয়ায় পরিকল্পনা মাফিক নিজের বাগদত্তাকেই গ্রেফতার করে অভিযুক্ত। তবে শেষপর্যন্ত ফাঁস হয়ে যায় তাদের অপরাধ।
সূত্রের খবর, এরপরই অভিযুক্তের বাড়িতে রওনা দিয়ে 11 টি জাল ফর্ম এবং পরিচয়পত্র সহ একাধিক বেআইনি নথি উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালিয়ে অভিযুক্ত ঐ পুলিশ সাব-ইন্সপেক্টরটির ব্যাঙ্ক একাউন্ট থেকে কুড়ি লাখের বেশি টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই টাকার হিসেব দিতে পারেনি অভিযুক্ত মহিলা আর এর পরেই তাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।