ইউটিউবার হতে গেলে পড়াশোনা করতে হয় না? মাধ‍্যমিকের রেজাল্ট শেয়ার করে প্রমাণ দিলেন কিরণ

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য সদ‍্য বেরিয়েছে মাধ‍্যমিকের রেজাল্ট (Result)। মেধাতালিকায় কোন কোন জেলা জা গা করে নিল, স্থানাধিকারীরা ভবিষ‍্যতে কে কী হওয়ার স্বপ্ন দেখে তাই নিয়ে চলছে আলোচনা। ইতিমধ‍্যেই কারোর কারোর কথা শুনে একচোট হাসাহাসিও হয়ে গিয়েছে নেটমাধ‍্যমে। বেশিরভাগেরই স্বপ্ন বড় হয়ে চিকিৎসক, বৈজ্ঞানিক এমন ধরনের ‘সম্মানীয়’ পেশা বাছবে।

তবে অন‍্য পেশায় কি সম্মান নেই? নাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার না হলে পড়াশোনার মান থাকে না? এখনকার সময়ে অনেকেই বেছে নিচ্ছে ভিন্ন ধরনের পেশা। ইউটিউব (Youtube) যে তালিকায় অন‍্যতম। ইউটিউবার, ভ্লগার এখন বাড়িতে বাড়িতে। কিন্তু তরুণ প্রজন্মের এই নতুন পেশা বেছে নেওয়া নিয়ে চিন্তায় পড়েছে বাবা মায়েরা। তাঁদের ভ্রান্ত ধারণা দুর করার দায়িত্ব নিলেন কিরণ দত্ত (Kiran Dutta)।

Kiran Dutta Indian Bengali YouTuber aka The Bong Guy 1
‘দ‍্য বং গাই’ (The Bong Guy) নামটা বাংলা ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। রাজ‍্যে তো বটেই, গোটা দেশের জনপ্রিয়তম ইউটিউবারদের মধ‍্যে একজন তিনি। বাঙালিও যে ইউটিউবের দুনিয়ায় নাম কামাতে পারে তা সর্বপ্রথম দেখিয়েছিলেন তিনিই। দ‍্য বং গাই নামের আড়ালে যে মানুষটা রয়েছেন তিনিই কিরণ দত্ত।

আজ তিনি অত‍্যন্ত সফল একজন ইউটিউবার‌। কিন্তু ছাত্র হিসাবে কেমন ছিলেন কিরণ? অনেকেই মনে করেন, পড়াশোনায় জুত করতে না পারলেই ইউটিউবকে পেশা হিসাবে বেছে নেয় ছেলেমেয়েরা। সত‍্যিই কি তাই? নিজের মাধ‍্যমিক এবং উচ্চমাধ‍্যমিকের রেজাল্টের ছবি শেয়ার করে প্রশ্নের উত্তর দিয়েছেন কিরণ।

তাঁর মাধ‍্যমিকের রেজাল্ট দেখে রীতিমতো চমক লাগবে। বেশিরভাগ বিষয়েই AA পেয়েছিলেন কিরণ। রেজাল্টটি আগেও একবার শেয়ার করেছিলেন তিনি। সেবারে বলেছিলেন, এই রেজাল্ট তাঁর কোনো কাজেই লাগেনি। এবারে ফের পোস্টটি শেয়ার করেছেন কিরণ।

FB IMG 1654371321797
সঙ্গে তাঁর বার্তা, ‘তখন আবেগে লিখেছিলাম। এখন ও সহমত পোষণ করি তবে এটাও বলবো , যেকোনো ফিল্ডেই কাজ করো বেসিক এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। অন্য কিছু করতে চাইলে পড়তে হয়না এটা ভুল তবে এই রেসাল্টের জন্য নিজেকে কম ভাবা ,ভেঙে পরা উচিৎ না। নিজে পরিশ্রম করতে জানলে নিজের ওপর বিশ্বাস থাকলে কেউ আটকাতে পারবেনা।’

পাশাপাশি নিজের উচ্চ মাধ‍্যমিকের রেজাল্টের ছবিও শেয়ার করেছেন কিরণ। লিখেছেন, ‘উচ্চমাধ্যমিকে গার্লফ্রেন্ড হবার পর আর হালকা শর্টফিল্ম বানিয়ে, গান গেয়ে ,পাখনা গজিয়ে এই হল কিরন দত্ত এর রেসাল্ট।’ সায়েন্স নিয়ে পড়েছিলেন কিরণ। ভাল রেজাল্ট নিয়েই আসেন ইউটিউব জগতে। কিরণের সত‍্যি বলার সাহসকে কুর্নিশ জানিয়েছেন নেটনাগরিকরা।


Niranjana Nag

সম্পর্কিত খবর