বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক ক্রমশ অশ্লীলতার সীমা ছাড়াচ্ছে। গায়ক কেকের মৃত্যুর পর নেটনাগরিকদের রোষের মুখে পড়েছেন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর বিরুদ্ধে আক্রমণ আগেই অশ্লীল ছিল। কিন্তু ক্রমেই তা মাত্রা ছাড়াচ্ছে। এবার রূপঙ্করের বয়স্কা মাকে ধর্ষণের হুমকি দিলেন জনৈক নেটনাগরিক।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট খুব ভাইরাল হচ্ছে। পলাশ মাইতি নামে এক ব্যক্তি লিখেছেন, ‘আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা, রূপঙ্কর বাগচীর মাকে একদিন যেন ধর্ষণ করা হয়।’ সঙ্গে একটি হৃদয়ের ইমোজিও দিয়েছেন ওই ব্যক্তি। নেটনাগরিকদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
রূপঙ্করের মন্তব্যকে সমর্থন করেননি বেশিরভাগ মানুষ। এমনকি তাঁর ক্ষমা চাওয়ার ধরণ নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু তাই বলে গায়কের বৃদ্ধা মাকে ধর্ষণের হুমকি! এরা কি আদৌ মানুষ? শুভবুদ্ধিসম্পন্নরা বলছেন, কারোর ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করা সমীচিন। কিন্তু তাঁর কিংবা তাঁর পরিবারের প্রতি এহেন কুরুচিকর, নোংরা মন্তব্য কি মানুষকে শোভা পায়?
কলকাতায় কেকের লাইভ পারফরম্যান্সের ভিডিও দেখে রূপঙ্কর দাবি করেছিলেন, তিনি এবং বাংলার আরো কয়েকজন শিল্পী কেকের থেকে অনেক ভাল গান। কাকতালীয় ভাবে সেদিনই কলকাতায় অনুষ্ঠানের পর মৃত্যু হয় বলিউড গায়কের। শিল্পী এবং নেটনাগরিকদের রোষের আগুন গিয়ে পড়ে রূপঙ্করের উপরে।
ক্রমাগত খুনের হুমকি দিয়ে ফোন আসছিল রূপঙ্করের বাড়িতে। বাধ্য হয়ে নাকি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রেখেছিলেন তাঁরা। এমনকি বাউন্সার নিয়ে থানায় অভিযোগও দায়ের করতে গিয়েছিলেন রূপঙ্কর ও তাঁর স্ত্রী চৈতালি। নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন গায়ক। কিন্তু কটুক্তি, ট্রোল থামেনি তারপরেও।