উত্তরবঙ্গে চলছে বর্ষা, কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ? জেনেনিন কি বলছে আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক : সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। দেখা দিয়েছে বেশ কড়া রোদও। তবে মাঝে মাঝেই মেঘ ঢেকে ফেলতে পারে শহরের আকাশকে। বিগত কয়েকদিনের মতো বেলা বাড়লেই দক্ষিণবঙ্গে জুড়ে বাড়বে বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিকর আবহাওয়া। গুমোট গরম বজায় থাকবে দিনভর। এখুনি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা প্রায় নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ।

এক নজরে আজকের আবহাওয়া

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৬%
বাতাস : ১৩.৯ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৬%

আজকের আবহাওয়া

এদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিও। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিনদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা।

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হাল্কা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় বেশিরভাগ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী ৩ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হবেনা। এদিন বিভিন্ন সময়ে আবহাওয়া দফতের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুরে সন্ধের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আগামীকালের আবহাওয়া

গোটা বাংলার আবহাওয়ায় আগামী ৪৮ ঘন্টায় বিশেষ কোনও পরিবর্তন দেখা যাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পাহাড়ের জেলাগুলিতে চলবে বৃষ্টিপাত। সম্ভবনা খুবিই কম দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার। তাই ভ্যাপসা গরম নাকাল করবে শহরবাসীকে।

Sudipto

সম্পর্কিত খবর