‘বিদায় ভানু’, পরিবারের প্রিয়তম সদস‍্যকে হারিয়ে শোকে কাতর সুদীপা

বাংলাহান্ট ডেস্ক: শোকের ছায়া সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ‍্যায়ের (Sudipa Chatterjee) পরিবারে। অত‍্যন্ত ঘনিষ্ঠ এক সদস‍্যকে হারিয়ে ফেলেছেন তিনি। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে জুড়ে থাকা সদস‍্যকে হারিয়ে ভেঙে পড়েছেন সুদীপা। সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে প্রয়াত সদস‍্যের উদ্দেশে শোকবার্তা পাঠিয়েছেন তিনি।

পোষ‍্য সারমেয় ভানু ছেড়ে চলে গিয়েছে সুদীপাকে। গ্রেট ডেন প্রজাতির সারমেয়টি দীর্ঘদিন ধরে রয়েছে চট্টোপাধ‍্যায় পরিবারে। এমনকি সুদীপার ছেলে আদিদেবের জন্মের আগে থেকেই ভানু রয়েছে তাঁদের পরিবারে। পোষ‍্যকে নিজের পরিবারের সদস‍্য বলেই মনে করতেন সুদীপা। তাই ভানুর নামের সঙ্গে চট্টোপাধ‍্যায় পদবীটিও জুড়ে দিয়েছিলেন তিনি।

IMG 20220606 212205
সোশ‍্যাল মিডিয়ায় সুদীপার ইনস্টাগ্রাম অ্যাকউন্টে ভর্তি ভানুর ছবি। সুদীপার পাশাপাশি তাঁর স্বামী অগ্নিদেব ও ছোট্ট আদিদেবেরও খুব প্রিয়জন ছিল ভানু। একদম ছোট্ট থেকে চট্টোপাধ‍্যায় পরিবারে বড় হয়ে উঠেছিল ভানু। তাই সবার নয়নের মণি হয়ে উঠেছিল সে।

ভানুর একটি ছবি শেয়ার করে সুদীপা লিখেছেন, ‘ভানু, চিরদিন আমার একটা অংশ হয়ে থাকবে। আমরা আবার মিলিত হব। মাম্মা তোমাকে সবথেকে বেশি ভালবাসে।’ সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘বিদায় ভানু, আমার সোনা। আবার দেখা হবে।’

https://www.instagram.com/p/Cec8O5fBEXj/?igshid=YmMyMTA2M2Y=

সুদীপার পোস্টে কমেন্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়। চোখে জল আনা একটি ইমোজি দিয়েছেন তিনি। অনেকেই ভাঙা হৃদয়, কান্নার ইমোজি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। ভানুর আত্মা শান্তি পাক, এই কামনাই করেছেন সকলে।

https://www.instagram.com/reel/CedI7x-B-f_/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, সুদীপার আরো একটি পোষ‍্য সারমেয় রয়েছে। সেটি বক্সার প্রজাতির। তবে ভানুর ছবি, ভিডিওই বেশি দেখা যেত সুদীপার সোশ‍্যাল মিডিয়ার দেওয়ালে। এত প্রিয় একজন মানুষকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন তিনি ও তাঁর পরিবারের সকলে।


Niranjana Nag

সম্পর্কিত খবর