বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সবথেকে সুরক্ষিত এলাকা বলে পরিচিত হরিশ মুখার্জি রোড এলাকা। কারণ সেই এলাকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। পুলিশের অনুমতি ছাড়া সেখান দিয়ে পাখিও উড়ে যেতে পারবে না। সবসময় থাকে আঁটসাঁট নিরাপত্তা। কিন্তু সেই এলাকায় ঘটে গেল এক নৃশংস কাণ্ড।
প্রাপ্ত খবর অনুযায়ী, ভবানীপুরে এক গুজরাটি দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ফ্ল্যাটের মধ্যে থেকেই উদ্ধার হয়েছে অশোক শাহ (৫৬) ও রশ্মিতা শাহ (৫২)-এর মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, দম্পতির ফ্ল্যাটের দরজা খোলা ছিল এমনকি আলমারির দরজাও খোলা ছিল। লুঠ করে খুন, নাকি লুঠে বাঁধা দেওয়ার জন্য আগেই খুন? সেটারই খোঁজ চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, সকালে গুজরাটি দম্পতির মেয়ে তাদের ফোন করায় তাঁরা ফোনের উত্তর দিতে পারেন নী। এরপরই মেয়ে ফ্ল্যাটে গিয়ে দেখেন দরজা খোলা। ফ্ল্যাটের ভিতরে লুটিয়ে পড়ে মা-বাবার দেহ। এরপর মেয়ে পুলিশে খবর দিলে পুলিশও তৎক্ষণাৎ সেখানে পৌঁছয়।
পুলিশের প্রাথমিক অনুমান যে, খুন করা হয়েছে ওই দম্পতিকে। মরদেহতে একাধিক ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছে। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর তথা মুখ্যমন্ত্রীর ভাত্রিবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফিরহাদ হাকিম। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।