বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত রবিবার থেকে ক্রিকেট বিশ্বের যাবতীয় পাদপ্রদীপের আলো কেড়ে নিয়েছেন এই প্রজন্মের সেরা ব্রিটিশ ব্যাটার জো রুট। রবিবার তার দুর্দান্ত অপরাজিত শতরানে ভর করে ইংল্যান্ডকে লর্ডসে সিরিজের প্রথম টেস্টে জয় এনে দেয়। নিউজিল্যান্ডে পাঁচ উইকেটে পরাজিত করে থ্রি লায়ন্সরা আপাতত ১-০ ফলে এগিয়ে সিরিজে।
কাল রুট ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ১০,০০০ রান করা ক্রিকেটারদের ক্লাবে যোগ দেন। ব্রিটিশ হিসাবে অ্যালেস্টার কুকের সাথে যৌথভাবে এবং কনিষ্ঠতম হিসাবে এই তালিকায় ঢুকেছেন রুট। লর্ডসে জো রুটের অসাধারণ ইনিংসের পর সমগ্র ক্রিকেট জগৎ তার প্রশংসা করেছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অধিনায়ক মার্ক টেইলরও তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল। অজি তারকা রুটকে নিয়ে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে রুট এই ফর্ম আরও কয়েক বছর ধরে রাখলে টেস্ট ক্রিকেটে সচিন টেন্ডুলকারের সর্বোচ্চ ১৫,৯২১ রানের রেকর্ড ভেঙে দিতে পারবেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে টেইলর বলেন, “রুটের মধ্যে এখনও ন্যূনতম পাঁচ বছরের ক্রিকেট বাকি আছে, তাই আমি মনে করি সচিনের রেকর্ডটি তার পক্ষে ভাঙা খুবই সম্ভব। রুট গত দুই বছর ধরে অসাধারণ ব্যাটিং করছে। সে তার কেরিয়ারের প্রাথমিক পর্যায় সবে পেরিয়েছে, তাই যদি সে চোটমুক্ত থাকে তাহলে তার পক্ষে ১৫০০০ রানের গন্ডি টপকে যাওয়া কোনও ব্যাপার নয়।
তিনি আরও যোগ করে বলেছেন “রুটকে সবসময় বিশ্বমানের ক্রিকেটার বলেই মনে হয়। তার কৌশলটি অনেকটা সেরকমই ছিল, তার খেলায় দুরন্ত ছন্দ ও এক আশ্চর্য সাবলীলতা রয়েছে। তার এখনও অনেক রান করা বাকি। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটকে ও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে।