বেহুঁশ হয়ে যাওয়া কুকুরকে CPR দিয়ে বাঁচিয়ে তুললেন এক ব্যক্তি! ভাইরাল ভিডিও দেখে কুর্ণিশ নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: পৃথিবীতে কোনো প্রাণীর জীবন বাঁচানোর থেকে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। পাশাপাশি, সঠিক পদ্ধতি এবং উপস্থিত বুদ্ধির জেরে যেকোনো বিপদগ্রস্থ প্রাণীকে বাঁচিয়ে ফেলা সম্ভব। এমনকি, মানুষের ক্ষেত্রেও এই পদ্ধতি কাজে লাগে। যদিও, বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে মানবিকতা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে দেখা যায়। তবে, সেই সব প্রশ্নের মাঝেও কিছু কিছু মানুষ এখনও নিঃস্বার্থ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর তাঁদের ওপর ভর করেই এগিয়ে চলেছে সভ্যতা।

সম্প্রতি ঠিক সেইরকম এক প্রসঙ্গ সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, এক বেঁহুশ হয়ে যাওয়া কুকুরকে অভিনব ভাবে কার্যত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুললেন এক ব্যক্তি। এমনকি এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা দেখে প্রশংসার ঝড় উঠেছে সর্বত্র। পাশপাশি, বিপদের সময় মাথা ঠান্ডা করে সঠিক পদ্ধতি অবলম্বন করলেই যে বড় বিপদ এড়ানো যায় তাও ফুটে উঠেছে ভিডিওটিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা সবাই ফেসবুক-ইনস্টাগ্রাম-টুইটারের মতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে সময় কাটাতে ভালোবাসি। কারণ, সেখানে পাওয়া যায় নিত্যনতুন ভাইরাল হওয়া সব ভিডিও। যেগুলিকে দেখতে পছন্দ করেন সবাই। তবে সেই সব ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা কার্যত অবাক করে দেয় সকলকে। এছাড়াও, সেগুলি থেকে অনেক কিছু শিখতেও পারেন নেটিজেনরা। বর্তমান ভিডিওটিও সেই ক্যাটাগরিতেই পড়ে।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
ভাইরাল হওয়া ঐ ভিডিওটিতে দেখা গিয়েছে যে, রাস্তার মাঝেই একটি কুকুর হঠাৎ অজ্ঞান হয়ে যায়। আর তা দেখতে পেয়েই সেখানে উপস্থিত এক ব্যক্তি তার প্রাণ বাঁচাতে ছুটে আসেন। পাশাপাশি তৎক্ষণাৎ সেটিকে CPR (Cardiopulmonary Resuscitation) দেওয়ার ফলে কিছু সময় পরেই আবারও জ্ঞান ফিরে আসে কুকুরটির এবং সেটি উঠেও দাঁড়ায়।

আর এভাবেই দ্রুততার সাথে কুকুরটির প্রাণ বাঁচাতে সক্ষম হন ওই ব্যক্তি। মোট ৩৪ সেকেন্ডের ঐ ভিডিওটিতে পুরো দৃশ্যটিই স্পষ্টভাবে ফুটে উঠেছে। এদিকে এই ভিডিওটিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ২০০৯ ব্যাচের আইএএস অফিসার অবনীশ শরণ তাঁর টুইটার হ্যান্ডেলে ইতিমধ্যেই শেয়ার করেছেন ভিডিওটি। পাশাপাশি, তিনি ক্যাপশনে লিখেছেন, “কখনও কখনও অলৌকিক ঘটনা একটি ভালো মানুষের দয়ালু হৃদয়ের সাথে ঘটে।”

https://twitter.com/AwanishSharan/status/1532574579356741632?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1532574579356741632%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Fhindi%2Ftrending%2Fman-helped-the-unconscious-dog-people-said-humanity-is-still-there-571574.html

এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পরেই তা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। ইতিমধ্যেই প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও। এদিকে ভিডিওটির পরিপ্রেক্ষিতে নেটিজেনরা নিজেদের মন্তব্যও জানিয়েছেন। এছাড়াও, বড় বিপদ এড়াতে CPR যে কতটা প্রয়োজনীয় সেটিরও অবতারণা করেছেন অনেকে। সবচেয়ে বড় বিষয় হল, ভিডিওতে থাকা ব্যক্তিটিকে সবাই একবাক্যে কুর্ণিশ জানিয়েছেন। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “জীবন বাঁচানোর চেয়ে ভালো আর কিছু নেই।” পাশাপাশি, আরেকজন জানিয়েছেন, “আপনি সত্যিই দয়ালু। আপনাকে মন থেকে স্যালুট জানাই।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর