বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের এই প্রজন্মের সেরা ব্যাটার হিসাবে পরিচিত বিরাট কোহলি ব্যাট হাতে মাঠের ভেতর একাধিক রেকর্ড গড়েছেন। তিনি এই মুহূর্তে খেলতে থাকা অর্থাৎ অবসর না নেওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি শতরানের মালিক। কিছুদিন আগে অবধি ক্রিকেটের তিনটি ফরম্যাটেই তার গড় ছিল ৫০-এর ওপরে। এহেন নানান কীর্তির জন্য বিরাট কোহলির ভক্তসংখ্যাও প্রচুর।
বিরাটের ভক্ত আজ শুরু ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। গোটা পৃথিবীতেই তার গুণমুগ্ধ মানুষের সংখ্যা কম নেই। আর তাদের ওপর ভিত্তি করেই মাঠের বাইরে একটি বড় কীর্তি গড়ে ফেললেন তিনি। নিজের ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্টে ২০০ মিলিয়ন অর্থাৎ প্রায় ২০ কোটি ফলোয়ার সংখ্যা ছুঁয়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। অন্য কোনও ক্রিকেটারের ইনস্টাগ্রামে এত বিশাল সংখ্যক ফলোয়ার নেই।
ক্রীড়াজগতের দিক দিয়ে ইনস্টাগ্রামে তার চেয়ে বেশি ফলোয়ার আছে কেবল দুই জন ক্রীড়াবিদের। তারা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। গত সপ্তাতেই ইন্সটা তে ৪৫০ মিলিয়ন ফলোয়ার্স হয়েছে পর্তুগিজ মহাতারকার। তিনি ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকা ব্যক্তিত্ব। লিওনেল মেসির ইন্সটা ফলোয়ার্স সংখ্যা ৩৩৪ মিলিয়ন। ক্রীড়াবিদ হিসাবে তাদের ঠিক পেছনেই রয়েছেন বিরাট।
গত দু বছর ফর্মের দিক দিক বিরাট খুব একটা ভালো জায়গায় নেই। একসময় শতরান করাটা অভ্যাসে পরিণত করে ফেলা বিরাটের ২০১৯-এর ডিসেম্বরের পর থেকে আর কোনও শতরান নেই। কিন্তু তাতে যে তার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি, এই পরিসংখ্যানই তার প্রমাণ।