যুবকদের জন্য বিশাল সুখবর, উচ্চমাধ্যমিক পাশেই সরকারি চাকরির সুযোগ, বেতন ৮১,০০০ টাকা অবধি

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে যখন চাকরির সংকট চলছে দেশ জুড়ে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সকল চাকরিপ্রার্থীদের জন্য রইলো খুশির খবর। ITBP-এর পক্ষ থেকে জারি নির্দেশিকা সম্পর্কিত সকল প্রক্রিয়া দেওয়া রইলো নীচে। সম্প্রতি, Indo-Tibetan Border Police-র তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যার মাধ্যমে কেবল দ্বাদশ পাশেই একাধিক কর্মী নিয়োগ করা হতে চলেছে। আপনি যদি এই কাজের জন্য আগ্রহী হন, তাহলে নীচে দেওয়া রইলো যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য।

পদের নাম:
1. হেড কনস্টেবল(male)
2. হেড কনস্টেবল(female)
3. হেড কনস্টেবল(LDCE)

পদের সংখ্যা: এক্ষেত্রে মোট 248 টি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে, যথাক্রমে
1. হেড কনস্টেবল(male) – 135 টি
2. হেড কনস্টেবল(female) – 23 টি
3. হেড কনস্টেবল(LDCE) – 90 টি

কাজের সময়সীমা: ফুল টাইম।

স্যালারি:
এক্ষেত্রে আপনার বেতন হতে চলেছে প্রতি মাসে 25500 থেকে 81100 টাকা।

আবেদন মূল্য: এই পদে আবেদন করার জন্য জেনারেল শ্রেণীর ক্ষেত্রে 100 টাকা ধার্য করা হয়েছে। তবে sc/st এবং মহিলাদের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন জমা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

বয়স সীমা:
আবেদনকারীর নূন্যতম বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 25 বছর রাখা হয়েছে। তবে LDCE প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ সীমা 35 বছর।

শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করার জন্য আপনাকে নূন্যতম দ্বাদশ শ্রেণী পাশ করলেই হবে। অবশ্য যদি আপনার লক্ষ্য হয় হেড কনস্টেবল পদ, তবে হিন্দি ও ইংরেজিতে টাইপিং স্পিড হতে হবে 30 wpm।

আবেদন প্রক্রিয়া:
1. www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন।
2. আরো জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

আবেদনের তারিখ: 08/06/2022 থেকে 07/07/2022।

jpg 20220609 123954 0000

নিয়োগ পদ্ধতি:
1. PET/PST
2. Written exam
3. Ability test
4. Documentation test
5. Medical test

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর