বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর বিতর্কে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে দেশের রাজনীতি। বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে একদিকে যেমন ইসলামিক দেশগুলি ভারত বয়কটের ডাক দিয়েছে, ঠিক সে রকম ভাবেই দেশের একাধিক প্রান্তে অবরোধ দেখানো শুরু করে দিয়েছে অসংখ্য মানুষ। বর্তমানে সেই আঁচ এসে পৌঁছেছে বাংলায়। দিকে দিকে মানুষের বিক্ষোভ মাঝে ক্রমশ পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে আর এই অবস্থায় দাঁড়িয়ে এদিন সম্পূর্ণ ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্র সরকারের প্রতি কটাক্ষ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তাঁর দাবি, “আমরা চাইলে টেনে হিঁচড়ে ওঠাতে পারতাম কিন্তু তা করবো না। আপনারা শান্তিপূর্ণ প্রতিবাদ করুন।”
এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের বাংলায় বর্তমানে শান্তির পরিবেশ বিরাজ করছে। কিন্তু অনেকেই সেই শান্তি বজায় রাখতে চাইছে না। বিভিন্ন উপায়ে তাই তারা অশান্তি লাগানোর চেষ্টায় রয়েছে। এর মধ্যে বিজেপি মানুষকে উস্কে চলেছে। এরপর তিনি অবরোধকারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যে রাস্তা অবরোধ করে চলেছেন, তাতে ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। সকাল হলেই রাস্তায় আন্দোলনে নামছেন, তাতে মানুষের যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কষ্ট হচ্ছে। পুলিশ অবরোধকারীদের টেনে হিঁচড়ে তুলতে পারত কিন্তু আমরা সেটা করব না। আমরা হাত জোড় করছি, আপনারা শান্তিপূর্ণ প্রতিবাদ করুন এবং অবরোধ তুলে নিন।”
এরপর বিজেপিকে দুষে মুখ্যমন্ত্রী বলেন, “সম্প্রতি বিজেপির দুই নেতা যেভাবে বিতর্কিত মন্তব্য করেছে, আমাদের বাংলায় হলে তাদেরকে আমরা গ্রেফতার করতাম। কিন্তু কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।”
তবে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একাধিকবার মুখ্যমন্ত্রীকে অবরোধ তুলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার কথা বলতেই দেখা যায়।