ODI ক্রিকেটে এমন কীর্তি গড়লেন বাবর আজম যা করতে পারেননি কোহলিও, মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল মুলতানে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩০৬ রানের লক্ষ্য রেখেছিল ক্যারিবিয়ানরা। শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার সাই হোপ (১২৭)। কিন্তু ৪ বল বাকি থাকতে পাকিস্তান সেই লক্ষ্যে পৌঁছে যায়। শতরান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাবর আজম। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেন এমন এক কীর্তি যা এই প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলিরও নেই।

এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার টানা ৩ ম্যাচে শতরান করার কীর্তি গড়েছেন বাবর আজম। তিনি এর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ দুটি ওয়ান ডে ম্যাচে ১১৪ ও অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। কাল করলেন ১০৭ বলে ১০৩ রান। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত একটি সিরিজে পরপর তিন ম্যাচে শতরান করেছিলেন বাবর। বিশ্বের কোনও ব্যাটার এই কীর্তি দু বার করে দেখাতে পারেননি এই পাকিস্তানি অধিনায়ক ছাড়া।

সম্প্রতি একেবারেই ব্যাট হাতে ভালো ফর্মে নেই বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ শতরানটি করেছিলেন ২০১৯-এর নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত পিঙ্ক বল টেস্টে। তারপর থেকে যেন শতরান কিভাবে করতে হয় তা ভুলেই গিয়েছেন এইমুহূর্তে অবসর না নেওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক শতরানের মালিক (৭০)।

অপরদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জীবনের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজের শেষ পাঁচটি ওয়ান ডে-তেই ৫০-এর গন্ডি পেরিয়েছেন বাবর। এইমুহূর্তে একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি-তে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন পাক তারকা। টেস্ট ক্রিকেটে তার র‍্যাঙ্ক ৪। চলতি সিরিজে তার ব্যাট থেকে আরও শতরান আসলেও অবাক হওয়ার কিছু নেই।


Reetabrata Deb

সম্পর্কিত খবর