পয়গম্বরকে কটূক্তির জের, উত্তপ্ত পরিস্থিতি বাংলায়! বাতিল হাওড়া থেকে বহু ট্রেন! রইল তালিকা

বাংলাহান্ট ডেস্ক : হজরত মহম্মদকে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে আগুন জ্বলছে বাংলায়। বিক্ষোভ সমাবেশ ও ভাঙচুর চলেছে পার্ক সার্কাস উলুবেড়িয়া সহ একাধিক জায়গায়। শুক্রবার রাতে ডোমজুড় থানাতে চলে ভাঙচুর। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের কিয়স্কে। অশান্তি এড়াতে গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শনিবার সকাল থেকেই পাওয়া যাচ্ছে অশান্তির উত্তাপ। এর জেরেই গতকাল বেশ কয়েকটি ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছিল রেল কর্তৃপক্ষ। আজও তার ব্যতিক্রম হলো না। এই বিক্ষোভের জেরে দূরপাল্লার ৪টি ট্রেন আজকে বাতিল করল ভারতীয় রেল।

দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে, শনিবার বাতিল করা হয়েছে টাটানগর-হাওড়া ইস্পাত এক্সপ্রেস। বাতিল হয়েছে আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ও ভদ্রক-হাওড়া এক্সপ্রেসও। একাধিক ট্রেনের সময়সূচিও বদল করতে বাধ্য হয়েছে রেল। হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলিগড় কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস নির্ধারিত সময়ের পরে ছাড়বে বলেই জানাচ্ছে রেল মন্ত্রক।

প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মাকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে শুক্রবারও রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলেছে অবরোধ। গতকাল নমাজের পর কলকাতা, হাওড়াসহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় অবরোধ। বৃহস্পতিবারও হাওড়ার ডোমজুড়ে প্রায় ১১ ঘণ্টা ধরে কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে রাখা হয়। মারাত্মক ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। নবান্নে সাংবাদিক বৈঠকের পর অবরোধ তুলে নেওয়ার জন্য রীতিমতো হাতজোড় করে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ৯টার পর ওই এলাকায় অবরোধ উঠেও যায় বলেই খবরে প্রকাশ। গতকাল সকালের দিকে অবরোধ রুখতে একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করে পুলিশ। দুপুরে কলকাতার পার্ক সার্কাস মোড় পথ অবরোধ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ কর্মসূচি।

অন্যদিকে, হাওড়ার ধূলাগড়েও পথ অবরোধ করা হয়। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। বর্ধমানেও প্রতিবাদ মিছিল চালায় মুসলিমরা। অঙ্কুরহাটিতে ৬ নম্বর জাতীয় সড়ক দীর্ঘ সময় ধরে অবরোধ করে রাখে তারা। নবান্ন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীর অনুরোধকেও তোয়াক্কা করেনি বিক্ষোভকারীরা।

Sudipto

সম্পর্কিত খবর