বাংলা হান্ট ডেস্ক: দূরপাল্লার ট্রেনযাত্রার ক্ষেত্রে প্রায়শই সিট কনফার্ম না হওয়ার জন্য সমস্যায় পড়েন বহু যাত্রী। এমতাবস্থায়, আপনিও যদি মাঝে মধ্যেই ট্রেনে সফর করেন তাহলে এই প্রতিবেদনটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূলত, এখন আর ট্রেনের টিকিট কাটার জন্য কোথাও যেতে হবে না। পাশাপাশি, লাগবেনা এজেন্টদের সাহায্যও।
কারণ, এবার যাত্রীদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে রেল। ইতিমধ্যেই রেলওয়ে তৎকাল টিকিটের জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে। যেই অ্যাপটি শুধুমাত্র IRCTC-র ওয়েবসাইটে পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে, আপনি আপনার বাড়িতে বসেই কিছুক্ষণের মধ্যে তৎকাল টিকিট বুক করতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এর জন্য আপনাকে কোনো অতিরিক্ত টাকাও খরচ করতে হবে না।
এখন কনফার্ম টিকিট পান খুব সহজেই:
বহুক্ষেত্রে দেখা যায় যে, কোনো পূর্বনির্ধারিত পরিকল্পনা না থাকলেও হঠাৎ করেই গুরুত্বপূর্ণ প্রয়োজনে ট্রেন সফর করতে হয় বহু যাত্রীকে। সেক্ষেত্রে ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। এমতাবস্থায়, অনেকেই তখন এজেন্টদের সাথে যোগাযোগ করেন বা তৎকাল টিকিটের জন্য চেষ্টা করেন। যদিও, তৎকাল টিকিট পাওয়াও খুব একটা সহজ বিষয় নয়। এই সমস্যা দূর করতেই যাত্রীদের সুবিধার্থে নতুন পরিষেবা নিয়ে আসছে রেল। IRCTC-এর “প্রিমিয়াম পার্টনার”-এর পক্ষ থেকে “কনফার্ম টিকিট” নামের একটি অ্যাপের পরিষেবা এবার সামনে এসেছে।
এই অ্যাপে মিলবে একাধিক সুবিধা:
১. রেলওয়ে মারফত চালু করা এই অ্যাপে, আপনি ট্রেনের জন্য তৎকাল কোটার অধীনে উপলব্ধ সিট সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।
২. এছাড়াও, আপনি এখানে বিভিন্ন ট্রেনের নম্বরের মাধ্যমে খুব সহজেই খালি সিটগুলিকেও খুঁজে পেতে পারেন।
৩. পাশাপাশি, আপনি এই অ্যাপের সাহায্যে ঘরে বসেই সংশ্লিষ্ট রুটে চলা সমস্ত ট্রেনের অবশিষ্ট তৎকাল টিকিট সম্পর্কেও জানতে পারবেন।
৪. গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।
৫. এই অ্যাপটিতে টিকিট বুকিংয়ের জন্য একটি মাস্টার লিস্ট রয়েছে যেখানে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আপনার সময়ও নষ্ট হবেনা।
টিকিট বুকিংয়ের সময়:
এই অ্যাপে, যাত্রীরা তাঁদের সেভ ডেটার মাধ্যমে সকাল ১০ টা থেকে তৎকাল টিকিট বুক করতে পারবেন। এরপরে, এখানে এই টিকিটের জন্য নির্ধারিত টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমেও দেওয়া যাবে। তবে, মনে রাখবেন টিকিট বুক করার পরেও টিকিট “ওয়েটিং”-এ থাকতে পারে। পাশাপাশি, আপনি IRCTC-র নেক্সট জেনারেশন মোবাইল অ্যাপ থেকেও এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন।