উস্কানি দিচ্ছে বিজেপি, ফাঁদে পা দেবেন না! বাংলার পরিস্থিতি নিয়ে বিশেষ বার্তা দেবাংশুর

বাংলাহান্ট ডেস্ক : গত দুদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে হাওড়ার পরিস্থিতি। ভয়াবহ অবস্থা নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই প্রশাসনের তরফে সোমবার পর্যন্ত হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া তথা রাজ্যবাসীকে বর্তমান পরিস্থিতির নিরিখে বিশেষ ‘পরামর্শ’ দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। ফেসবুক লাইভে এসে সাধারণ মানুষকে ‘সতর্ক’ করার পাশাপাশি ঘাসফুল শিবিরের যুব নেতার সোজা বক্তব্য ‘বিজেপির ফাঁদে পা দেবেন না’।

ফেসবুক লাইভে দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘ঠিক এটাই বিজেপির প্ল্যানিং ছিল। ভারতের কোনও একটি কোনায় তারা উস্কানি দেবে, আর সেই উস্কানির আগুন ভারতের বিভিন্ন কোনায় ছড়িয়ে পড়বে’। এর পাশাপাশি দেবাংশু আরও বলে, ‘আমি বিশ্বাস করি, কোনও ধর্মেরই একটি বৃহৎ অংশ এই দাঙ্গা-হাঙ্গামার মধ্যে যায় না! কিন্তু যাঁরা রাস্তা অবরোধ করছে, বাইক জ্বালাচ্ছে, তাঁর তো অবশ্য গুন্ডা-বদমায়েস, আপনিও যদি তাঁদের সঙ্গে নেমে গিয়ে থাকেন মিছিলে, তাহলে আপনিও বিজেপির মাটি শক্ত করার পথে হাঁটছেন’!

Untitled design 2022 06 11T122123.412 1

প্রসঙ্গত উল্লেখ্য, হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। বিজেপি থেকে তারপর তাকে বহিষ্কার করা হয়। তার জেরেই তোলপাড় শুরু হয় হাওড়ায়।বিক্ষোভ-অবরোধ করতে শুরু করেন বহু মানুষ। গত বৃহস্পতিবার ও শুক্রবার হাওড়ার ডোমজুড়ে দীর্ঘ সময়ে ধরে স্থানীয় বাসিন্দাদের একাংশ পথ অবরোধ করে রেখেছিলেন। সঙ্গে রাস্তায় টাওয়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ফলে হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি, রেল অবরোধের জেরে ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর