বাংলা হান্ট নিউজ ডেস্ক: শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও বড় জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের পর তারা বিশ্বকাপ সুপার লিগে নিজেদেরকে ভালো জায়গায় নিয়ে গিয়েছে। প্রথম ওয়ান ডে-তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছিলেন বাবররা। কিন্তু দ্বিতীয় ওয়ান ডে-তে একপেশে লড়াইয়ের পরে ১২০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা। কিন্তু পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম এমন এক কাজ করেছেন যার জন্য পাকিস্তানকে কিছুটা ভুগতে হয়েছে।
শুক্রবারের ম্যাচটিও আয়োজিত হয়েছিল পাকিস্তানের মুলতান স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তান প্রথমে টসে জিতে ব্যাটিং করে ২৭৫ রানের স্কোর করেছিল। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ১৫৫ তেই অলআউট হয়ে যায় ৩৩ ওভারের মধ্যে। কিন্তু ৫টি রান তাড়া অতিরিক্ত পায় পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি ভুলের কারণে।
২৯ তম ওভারে বাবর আজমকে দেখা যায় উইকেটকিপিং গ্লাভস পরে ফিল্ডিং করতে। পাক স্পিনার মহম্মদ নওয়াজের বলে আলঝারি জোসেফের মারা শট স্কোয়ার লেগে দাঁড়ানো বাবর হাতে তোলেন উইকেটকিপিং গ্লাভস পরে। যার কারণে ৫টি অতিরিক্ত রান দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজকে।
এমন বোকার মতো আচরণ করলেও ব্যাট হাতে সপ্রতিভই ছিলেন বাবর। পরপর তিনটি ওডিআই ম্যাচে শতরান করার পর কাল তিনি ৭৭ রানের একটি ইনিংস খেলেন। এই নিয়ে শেষ ৬ টি ম্যাচেই তিনি ৫০-এর গন্ডি অতিক্রম করেছেন। তার ফর্ম স্বস্তি দিচ্ছে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের।