বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজকে জুন মাসের ১১ তারিখ। আজকের দিনে ঠিক ছয় বছর আগে ভারতীয় দলে অভিষেক হয়েছিল যুজবেন্দ্র চাহালের। জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন এই তারকা লেগ স্পিনার। সিরিজের প্রথম ম্যাচেই তাকে সুযোগ দেওয়া হয়েছিল, যে দিনটা তার জীবনের অন্যতম স্মরণীয় দিন বলে উল্লেখ করেছেন রাজস্থান রয়্যালসের তারকা।
ওই ট্যুরেই প্রথমবার ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে সাক্ষাৎ হয়েছিল চাহালের। সম্প্রতি নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই তারকা। ধোনির মতো মহাতারকার সঙ্গে দেখা হওয়ার পর কিছুক্ষণের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন চাহাল।
তার এবং ধোনির মধ্যে হওয়া প্রথম কথোপকথনের কথাও সকলের সামনে প্রকাশ করেছেন হরিয়ানার লেগস্পিনার। তিনি বলেছেন যে প্রথমবার দেখা হওয়ার সময় তিনি ধোনিকে স্যার বলে ডেকেছিলেন। সম্প্রতি “ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন” শো-তে বসে তিনি জানিয়েছেন ধোনি তার কথার উত্তরে কি প্রতিক্রিয়া দিয়েছেন।
চাহাল জানিয়েছেন, “আমি নিজের ডেবিউ ক্যাপ মাহিভাইয়ের হাত থেকেই পেয়েছিলাম। কিন্তু তার সরল ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। প্রথমদিকে আমি তাকে স্যার বলেই ডাকতাম। তার কিছুদিন পরে তিনি আমাকে ডেকে বলেন, ‘তুমি আমাকে মাহি, ধোনি, মহেন্দ্র সিং ধোনি, ভাই ইত্যাদি যা খুশি বলে ডাকো, কিন্তু স্যার বলে ডেকো না।’ আমি অবাক হয়ে ভাবছিলাম এটাই কি সেই কিংবদন্তি যার এত ভক্ত।” তারপর চাহাল এবং ধোনি একসাথে তিন বছর ক্রিকেট খেলেছিলেন। শীঘ্রই জাতীয় দলে নিয়মিত হয়ে উঠেছিলেন চাহাল।