বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা। তাই যুবভারতী ক্রীড়াঙ্গন ভারতীয় ফুটবলের অন্যতম বড় মঞ্চ এবং সেখানে অনুষ্ঠিত কোনো আন্তর্জাতিক ম্যাচের দিকে চোখ থাকে প্রায় সমগ্র দক্ষিণ এশিয়ার। ফুটবলের পীঠস্থানে গতকাল অনুষ্ঠিত হয় ভারত বনাম আফগানিস্তানের আন্তর্জাতিক একটি ফুটবল ম্যাচ। কিন্তু এখন সেই ম্যাচ ঘিরে এখন মুখ লুকাতে হচ্ছে গোটা শহরকে। সারা পৃথিবীর কাছে ছোট হয়ে গেল কলকাতা শহরের পরিচয়।এমন লজ্জাকর ঘটনার কথা আগে কখনো ভাবতে পারেনি শহর।
ঘটনাটি বিস্তারে বলতে গেলে, বলতে হয় যখন সুনীল ছেত্রী চমৎকার ফ্রি কিক এর মাধ্যমে এগিয়ে দেয় দেশকে, তখন গ্যালারি জুড়ে চরম উন্মাদনার ভিড়। তবে বেশিক্ষণ টেকেনি সেই হাসি, আফগানিস্তানের খেলোয়াড়রাও অতি দ্রুত ফিরিয়ে আনে সমতা। এমতাবস্থায় গ্যালারির এক কোণে, ৪ নম্বর গ্যালারির মিডল টায়ারে বসা কিছু আফগান সমর্থক নিজের দেশের জন্য আনন্দ প্রকাশ করে। তাদের হাতে দেশের পতাকা মুখে একগাল হাসি নিয়ে তারা দেশের গান গাইতে থাকে। ৫-৬ জন যারা আফগানিস্তানের সমর্থন করেছিলেন, তারা জন্মসূত্রে ভারতীয় হলেও পূর্বপুরুষ এসেছে আফগানিস্তান থেকে। তাই দেশের মাটির টান, নিজের চোখে নিজের দেশের খেলা সরাসরি দেখার আনন্দ ধরে রাখতে পারেনি তারা।
তবে এমতাবস্থায় দ্বিতীয় গোলটি ভারত করে দেবার পর শুরু হয় সেই লজ্জাকর ঘটনা। গ্যালারির দিকে দিয়ে যায় কিছু ভারতীয় যুবক, এবং কোনো কথাবার্তা ছাড়াই, আফগানিস্তানের সেই সমর্থকদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা। উপস্থিত উপস্থিত সুরক্ষা বাহিনী তাদের অনেক চেষ্টা করে সেখান থেকে দূরে পাঠানোর, কবে সেই সময়ের মধ্যেই তারা আফগান সমর্থকদের মুহুর্মুহু আঘাত করে বসে। প্রায় একদম হতভম্ব হয়ে যান আফগানি সমর্থকরা। মারধর গালিগালাজ, এবং সাথে ‘ তালিবান ‘ নামে সম্মোধন করে আফগানি সমর্থকদের ছোট করতে থাকে একদল যুবক। খেলার মাঠে, ধর্মের নামে এরকমের বিশৃঙ্খলা দেখে সত্যিই লজ্জিত ফুটবল মহল।
অবশেষে ম্যাচটি ২-১ ব্যবধানে ভারত জিতলেও, সারা পৃথিবীর কাছে যেন হেরে গেল দেশটা। এই ঘটনায় আন্তর্জাতিক ফুটবল মোহরে ভারতের মাথা তো বটেই বরং কলকাতার মাথা অনেকটা বেশি ছোট হয়ে গেছে। আগামী দিনে অন্যান্য দেশের খেলোয়াড়রা এদেশে খেলতে আসবেন কিনা সেই নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে?