বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যে দিন নির্ধারণও করা হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন ভোটগ্রহণের মাধ্যমে স্থির হবে নাকি সমঝোতার মাধ্যমে কাউকে চূড়ান্ত করা হবে সেই বিষয়েই শাসক এবং বিরোধী দলের মধ্যে চর্চা চলছে তুঙ্গে। যদিও এই নির্বাচনকে ঘিরে এখনো পর্যন্ত বিরোধী শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারিনি। ফলত, বিরোধীদের এককাট্টা হওয়ার বার্তা দিতে এবার রাজধানীতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বুধবার অর্থাৎ ১৫ই জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে পা রাখবেন। শুধু তাই নয়, জানা গিয়েছে শনিবারই দেশের ২২ জন বিরোধী নেতার সঙ্গে বৈঠকে বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। কিন্তু সূত্রের মারফত জানা যাচ্ছে যে, তিনি নাকি বৈঠকে হাজির থাকতে পারছেন না। কারণ হিসেবে অবশ্য সেইসময় শিবসেনার অযোধ্যায় থাকার কথাই বলা হয়েছে। রবিবার সঞ্জয় রাউত একথা স্পষ্ট করে ব্যক্ত করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে এমন বৈঠকের ব্যাপারে আগাগোড়াই উৎসাহী বাংলার মুখ্যমন্ত্রী। বিরোধীদের পক্ষে সর্বসম্মত ভাবে প্রার্থী দেওয়ার উদ্দেশ্য তিনি ব্যক্তিগত ভাবে কথা বলেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি নেতা শারদ পাওয়ার, ডিএমকে’র এম কে স্ট্যালিনের মতো আরোও অনেকের সঙ্গেই । এমনকি কেজরিওয়াল, নবীন পট্টনায়ক থেকে শুরু করে বাম নেতা পিনারাই বিজয়ন ও সিতারাম ইয়েচুরির উদ্দেশ্যেও ডাক পাঠিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও বিভিন্ন অ-বিজেপি শক্তিগুলিকে একই ছাতার তলায় আনার চেষ্টা করেছিলেন। তবে সেক্ষেত্রে বাম কংগ্রেস মমতার ওই ডাকে সাড়া দেবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!