বাংলাহান্ট ডেস্ক: গান হল, রাজনীতি হল, অভিনয় হল। এবার ফুটবলে মেতেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। রবিবার বিকেলে বল পায়ে মাঠে নেমে দাপিয়ে বেড়ালেন তৃণমূল বিধায়ক। জিতল তাঁর টিমও। তবে খেলা শেষে আক্ষেপ করে বাবুল বললেন, একটাও গোল দিতে পারলেন না তিনি।
রবিবার হরিশ মুখার্জি পার্কে বিবেক কাপ ফাইনালের আগে ছিল প্রীতি ম্যাচ। সেই খেলাতেই অংশ নিয়েছিলেন বাবুল সুপ্রিয়, সোহম চক্রবর্তী, বনি সেনগুপ্তরা। বাবুলের টিমে বনি ছাড়াও ছিলেন ফাল্গুনী দত্ত, রহিম নবিরা। বিপক্ষ টিমে সোহমের সঙ্গে ছিলেন ষষ্ঠী দুলে, নাসিম আক্তাররা।
২-০ তে জিতে যায় বাবুলের টিম। কিন্তু জিতেও মুখ বেজার বিধায়কের। জানালেন, তিন তিনবার গোলের সামনে পৌঁছে গিয়েছিলেন। পুরো সুযোগ ছিল। কিন্তু কেউ পাস-ই দিল না! তাতেই মন খারাপ হয়ে গিয়েছে বাবুলের। জয়ের আনন্দেও মন ভাল হচ্ছে না।
খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল জানান, তাঁর এই ৫১ বছর বয়সেও তিনি গোলের সামনে পৌঁছে যেতে সক্ষম হয়েছিলেন। তাও আবার তিন তিনবার। তিনবারই কেউ পাস বাড়ায়নি। বাবুলের আফশোস, একেবারে ওপেন ছিল। কিন্তু কেউ পাস না দেওয়ায় গোল করতে পারেননি তিনি।
বাবুলের ক্ষোভ, আগে শুধু গোনা হত কে কটা গোল করেছে। কিন্তু এখন ফুটবলে এটাও দেখা হয়, গোলের সঙ্গে কটা অ্যাসিস্ট করা হচ্ছে। আরো ১৫ মিনিট অতিরিক্ত খেলার সুযোগ পেলে ভাল হত বলে মন্তব্য করেছেন বাবুল। একটি গোল না দিতে পারারও আফশোস রয়ে গিয়েছে তাঁর।