বাংলাহান্ট ডেস্ক: আজকে যারা বড়পর্দা, ছোটপর্দা কাঁপিয়ে বেড়াচ্ছেন সেই তারকারা ছোটবেলায় কেমন দেখতে ছিলেন, তা জানতে আগ্রহ হয় বইকি সবার। প্রিয় তারকার ছোটবেলার ছবি (Childhood Photo) দেখে অনেকে একবারেই চিনেও ফেলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি দেখে বলুন তো এই জনপ্রিয় তারকার নামটা কী?
কালো টিশার্ট পরে ঝকঝকে হাসিমুখ নিয়ে মাকে জড়িয়ে ধরে যে পোজ দিয়েছে সে কিন্তু আজ বেশ জনপ্রিয় একজন অভিনেতা। গোটা বাংলা জুড়ে তাঁর খ্যাতি। একডাকে চেনেন সকলে এই সুদর্শন নায়ককে। মহিলা মহলে জনপ্রিয়তা দেখার মতো। আরো একটি সূত্র দিচ্ছি। একটি সবজির নামেই বেশি জনপ্রিয় ইনি।
আশা করি আর কোনো সূত্রই দিতে লাগবে না। ইনি বাংলার ক্রাশ আদৃত রায় (Adrit Roy) ওরফে সবার প্রিয় উচ্ছেবাবু। এই নামটাই আলাদা জনপ্রিয়তা দিয়েছে আদৃতকে। ইন্ডাস্ট্রিতে তিনি বেশ অনেকদিন ধরেই রয়েছেন। কিন্তু ‘মিঠাই’, সিদ্ধার্থ, উচ্ছেবাবু তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে।
আজ তরুণ তরুণীরা সিড বলতে অজ্ঞান। টেলিভিশনের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ তিনি। কেউ চান এমন একজন প্রেমিক, কেউ চান এমন একজন স্বামী, আবার কারোর দাবি সিডের মতো একজন দাদা। গোটা বাংলার দর্শকের মন জয় করে নিয়েছেন আদৃত।
ছোটবেলার ছবি তিনি নিজেও শেয়ার করেছেন। স্কুলে পড়াকালীন সঙ্গীতশিল্পী শানের সঙ্গে মোলাকাতের একটি ছবি শেয়ার করেছিলেন আদৃত। সকলেই জানেন, তিনি নিজেও গানবাজনা করেন। পোস্টার বয়েজ ব্যান্ডের লিড সিঙ্গার আদৃত। রূপে গুণে এমন একজন ‘কাত্তিক ঠাকুর’কে কে না ভালবেসে পারে বলুন তো?
আদৃত নিজেও জানিয়েছিলেন অভিনেতা না হলে বিকল্প পেশা হিসাবে তাঁর প্রথম পছন্দ গায়ক। ২০১৮ তে ‘নূর জাহান’ ছবির হাত ধরে টলিউডে অভিষেক করেন আদৃত। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার প্রথম ছবি ছিল এটি।
যোদ্ধা ছবিতে রাজের সহ পরিচালক হিসাবেও কাজ করেছেন আদৃত। এরপর ‘প্রেম আমার ২’, ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’ ছবিতে দেখা গিয়েছে আদৃতকে। অতি সম্প্রতি ‘লকডাউন’ ছবিতে অভিনয় করেছেন আদৃত।