বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও তিনদিন যাবৎ আবহাওয়ায় বড়োসড়ো বদল ঘটেছে। বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হওয়ার কারণে কিছুটা স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। বুধবারের পর থেকে সেই স্বস্তি আরো বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর অফিস। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যত হাওড়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ার মতো একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। তবে এখনো বর্ষা এসে পৌঁছায়নি দক্ষিণবঙ্গে। এক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের অবস্থান করার ফলে দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির মত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে এবং আগামী দিনে সেই বৃষ্টিপাত আরো বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আশার কথা, আগামী ১৪ থেকে ১৬ ই জুনের মাঝে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৮০%
বাতাস : ১৯.৯ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭০%
আজকের আবহাওয়া
বৃহস্পতিবার সন্ধ্যা হতেই গুমোট গরম থেকে স্বস্তি দিয়েছিল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী কয়েকদিনও কোনো কোনো স্থানে মাঝারি বৃষ্টিপাত হয়। এদিনও শহরে বিকেলের পর থেকে বৃষ্টি নামতে পারে। সঙ্গে চলবে বজ্রপাতও। আকাশ আংশিক মেঘলা। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮০ শতাংশ।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে গুমোট গরমের সাক্ষী ছিল মানুষ। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করে। পরবর্তী তিনদিনে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বৃষ্টির দেখা মেলে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়ার মত জেলাগুলিতে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। তবে একই সঙ্গে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, বুধবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পৌঁছলে দক্ষিনবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং গরমের হাত থেকে রক্ষা পাবে বঙ্গবাসী।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই দাপট দেখানো শুরু করেছে বর্ষা। গোটা উত্তরবঙ্গ জুড়েই চলছে প্রবল ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। বিগত বেশ কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে দার্জিলিঙে। প্রতিদিন সকাল হলেই প্রায় সারাদিন বৃষ্টি হয়ে চলেছে দার্জিলিংয়ে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের একাধিক প্রান্তে বৃষ্টি আরো বাড়বে বলে পূর্বাভাস।
আগামীকালের আবহাওয়া
আগামী কয়েক দিনে তুমুল পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ায়। স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির প্রভাব থাকবে আগামী দুদিনও। বুধবার থেকে তা আরো বাড়বে। বিগত কয়েকদিন ধরে নাকাল করা গুমোট গরম উধাও হয়ে যাবে অনেকটাই। উত্তরবঙ্গেও রয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে আশা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।