বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বরকে নিয়ে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভ এখনো জারি রয়েছে। একাধিক এলাকায় 144 ধারা জারি এবং প্রশাসনের কড়া পদক্ষেপ সত্বেও বাংলায় আন্দোলন থামার নাম নেই। হাওড়ায় অবশ্য বিক্ষোভ কিছুটা শান্ত হলেও এদিন সকাল থেকে বারাসাতে নতুন করে রেল অবরোধ শুরু করেছে বিক্ষোভকারীরা।
উত্তর 24 পরগনার বারাসাতের কাজিপাড়ার কাছে রেললাইনে আগুন জ্বালিয়ে দেয় কিছু আন্দোলনকারী। স্বভাবতই, এর ফলে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কর্মব্যস্ততার মাঝে এহেন রেল অবরোধ মানুষের কষ্ট যে আরও বাড়াবে, সে বিষয়ে সন্দেহ নেই। এ দিন সকালেই কাজিপাড়ার কাছে রেললাইনে আগুন জ্বালিয়ে দেয় কিছু মানুষ এবং তারপরেই তারা অবরোধ দেখাতে থাকে। ফলে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেনগুলি দাঁড়িয়ে যায়। অবশ্য বর্তমানে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, অবরোধ তুলতে সক্ষম হয়েছে পুলিশ।
প্রসঙ্গত, পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে জারি রয়েছে বিক্ষোভ। এমনকি সেই আঁচ এসে পড়েছে বাংলায়। বিশেষত, হাওড়ার বিভিন্ন প্রান্তে পুলিশের ওপর হামলা, ইট বৃষ্টি সহ রাস্তা অবরোধের দেখা মিলেছে। তবে শুধু হাওড়া নয়, পরবর্তীতে নদিয়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য একাধিক প্রান্তে বিক্ষোভে নেমেছে মানুষ। এদিন নদিয়ার একাধিক জায়গাতেও রেল অবরোধ করা হয় বলে জানা গিয়েছে।
যদিও এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে বর্তমানেও বিক্ষোভ জারি রয়েছে। এই অবস্থায় আর কতদিন এহেন পরিস্থিতির শিকার হতে হয়, সেটাই দেখার।