ভারতের হারের জন্য দায়ী এই ক্রিকেটার, পরের ম্যাচে দল থেকে ছেঁটে ফেলতে পারেন পন্থ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল রিশভ পন্থের ভারত। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ভারতকে হারের মুখ দেখতে হয়। প্রথমে ব্যাট করে ভারত ১৪৮ রান বোর্ডে তুলেছিল। কিন্তু সেই রান এতটাই জয়ের জন্য অনুপযুক্ত ছিল যে ১০ বল বাকি থাকতেই ডেভিড মিলাররা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

লো স্কোরিং ম্যাচে ভারতের হারের মুখ দায় দেওয়া হচ্ছে ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে। ভারতীয় বোলাররা যে খারাপ বোলিং করেছেন ম্যাচে এমনটা নয়। বিশেষ করে ভুবনেশ্বর কুমারের দুরন্ত বোলিংয়ের দৌলতে একসময় ২৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু মাঝের ওভারে চাহাল কোনওরকম চাপ তৈরি করতে ব্যর্থ হন। ফলে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার পরিস্থিতি সামাল দিয়ে দেয় এবং ১০ বল বাকি থাকতেই ম্যাচে জয় তুলে নেয়।

chahal lost

অথচ এমনটাই হওয়ার কথা ছিল না। চাহাল কে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা কারণ আইপিএলের সদ্য সমাপ্ত মরশুমে দুর্দান্ত বোলিং করেছেন এই তারকা স্পিনার। জিতেছেন পার্পল ক্যাপ। কিন্তু পরপর দুটি টি টোয়েন্টি ম্যাচেই তিনি নিজের সুনাম বজায় রাখতে ব্যর্থ হন।

কাল নিজের নির্ধারিত ৪ ওভার হাত ঘুরিয়ে ১২.২০ ইকোনমি রেটে ৪৯ রান বিলিয়েছেন। তৃতীয় ম্যাচ হারলে ঘরের মাঠে সিরিজ হাতছাড়া করবে ভারত। আর চাহালের ফর্ম একেবারেই স্বস্তি জোগাচ্ছে না। ফলে তৃতীয় ম্যাচে তার বদলে রবি বিশ্নইয়ের মতো তরুণ লেগস্পিনারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।


Reetabrata Deb

সম্পর্কিত খবর