চরম সংকটে পাকিস্তান, রোজ ১২ ঘণ্টার বেশি অন্ধকারে ডুবছে গোটা দেশ! হতে পারে শ্রীলঙ্কার মত অবস্থা

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক মাস পূর্বে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের কারণে একপ্রকার তছনছ হয়ে পড়ে গোটা শ্রীলঙ্কা দেশ আর এবার তাদের পথেই কি অগ্রসর হতে চলেছে পাকিস্তান? আপাতত তারা যে পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে তা দেখে বলাই যায়, ‘সেই দিন দূর নেই যখন গোটা পাকিস্তানের অর্থনৈতিক সংকট এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে।’

তবে বর্তমানে যে সমস্যায় জেরবার হয়ে পড়েছে গোটা পাকিস্তান, তা হল বিদ্যুৎ সংকট। বর্তমানে গোটা দেশে জ্বালানির অভাব প্রকট হয়ে উঠেছে আর সেই কারণেই বিদ্যুৎ যথাযথ পরিমাণে তৈরি না হওয়ার দরুন দীর্ঘ সময় অন্ধকারে ডুবে থাকছে গোটা দেশ। এমনকি, গতকাল পর্যন্ত দিনের প্রায় 12 ঘন্টার মতো সময় ব্ল্যাকআউট সমস্যার সম্মুখীন হয়ে চলেছে পাকিস্তানবাসী। ভবিষ্যতে তা আরও বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, পাকিস্তান জুড়ে ক্রমশই শেষ হয়ে আসছে জ্বালানি। সেই কারণে বেশ কয়েকদিন ধরে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে দেখা যায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে। অফিসে work from home চালু করার পাশাপাশি রাত দশটার পূর্বে বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও রাস্তায় লাইট নিভিয়ে রাখার পাশাপাশি এসি এবং অন্যান্য যন্ত্রের ব্যবহারে রাশ টানে পাকিস্তান সরকার। তবে বর্তমানে এত পদক্ষেপ সত্বেও কমানো যায়নি ব্ল্যাকআউটের সমস্যা। যার জেরে দিনের অধিকাংশ সময় অন্ধকারে ডুবে রয়েছে গোটা দেশ।

shahbaz sharif asaf

বর্তমানে পাকিস্তানের অর্থনীতি ক্রমশ তলানীতে গিয়ে ঠেকেছে। মূল্যবৃদ্ধির কারণে খাদ্য সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ার পাশাপাশি বর্তমান সরকারের ভাঁড়ার প্রায় শূন্য হয়ে এসেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের হাল ভবিষ্যতে শ্রীলঙ্কার মতো হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মত সকলের।


Sayan Das

সম্পর্কিত খবর