বাংলাহান্ট ডেস্ক: পাঁচ বছরের অপেক্ষার অবসান হল বুধবার। প্রকাশ্যে এল রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবির ট্রেলার (Trailer)। তিনটি ছবির প্রথম অংশ ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: দ্য শিবা’র প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে এদিন। আর ট্রেলার দেখেই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জুতো পরে রণবীরকে মন্দিরে প্রবেশ করতে দেখে ক্ষুব্ধ নেটিজেনরা।
হিন্দু পুরাণের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। মুখ্য চরিত্র শিবার ভূমিকায় অভিনয় করছেন রণবীর, যার কাছে কিনা দেবতাদের অস্ত্র ব্রহ্মাস্ত্র রয়েছে। হিন্দু পুরাণের উপরে ভিত্তি করে একটি কাল্পনিক জগৎ তৈরি করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। কিন্তু বিতর্ক দানা বেঁধেছে একটি দৃশ্যকে ঘিরে।
সেখানে দেখা যাচ্ছে, জুতো পায়ে দিয়েই মন্দিরের ঘন্টা বাজাচ্ছেন রণবীর। এত বড় একটা ভুল দেখে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, ‘একটা সাধারণ শিষ্টাচার যেটা প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী জানে এবং মানে, জুতো পরে মন্দিরে প্রবেশ করা উচিত নয়।’ জনৈক নেটনাগরিক আরো লিখেছেন, গোটা ট্রেলারটাই ঠিকঠাক ছিল। কিন্তু এই জুতোর ব্যাপারটা নজরে রাখা উচিত ছিল।
One basic etiquette, which every Hindu knows is that you don't enter the temple with shoes on your feet.
The trailer overall was OK. But this “shoe” point should have been taken care of in my opinion.#Brahmastra #BrahmastraTrailer pic.twitter.com/NtMsgqOPTu
— Abhishek Ojha (@vicharabhio) June 15, 2022
বিষয়টা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আরো অনেকেই। হিন্দু পুরাণের উপরে ভিত্তি করে তৈরি ছবি, এদিকে নায়ক জুতো পরেই মন্দিরের ঘন্টা বাজাচ্ছেন! আরেকজন কটাক্ষ করে লিখেছেন, অবশেষে বলিউড পশ্চিমের অনুকরণ ছেড়ে সনাতন ধর্মের দিকে মনোযোগ দিল। কিন্তু রণবীর যে জুতো পরে মন্দিরে ঢুকেছেন সেটা খেয়াল করলেন না নির্মাতারা! এমনকি একজন অমিত শাহকে পর্যন্ত ট্যাগ করে অভিযোগ করেছেন, ব্রহ্মাস্ত্র ছবিটি হিন্দু ভাবাবেগে আঘাত করছে।
Respected @BJP4India @AmitShah @myogiadityanath this is Bollywood movie Names as #Brahmastra is hurting our Sentiments as you can see in below photos, #RanbirKapoor
Is in the temple with shoes. This is not acceptable at all.
Request you to please take necessary action ASAP. pic.twitter.com/szSulUStwQ— Siddharth (@SidAvasthi) June 15, 2022
প্রসঙ্গত, প্রায় ৩ মিনিটের ট্রেলারে অসাধারণ ভিএফএক্স, সুন্দর দৃশ্য গ্রহণের প্রশংসা করেছে নেটিজেনরা। কিন্তু কিছু কারণে দর্শকদের একাংশের মোটেই পছন্দ হয়নি ট্রেলারটি। তবে পলিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাজ অনেকেরই পছন্দ হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ব্রহ্মাস্ত্র ট্রেলার।