রোদ্দুরের মতো গালিগালাজ করেছেন প্রসেনজিৎও, ‘চাইলে গ্রেফতার করুক’, বিষ্ফোরক অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় গালিগালাজ নিয়ে কড়া ব‍্যবস্থা নিচ্ছে প্রশাসন। সম্প্রতি অশ্লীল ভাষা প্রয়োগ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)। বহুদিন ধরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল ইসলাম সম্পর্কে আপত্তিজনক মন্তব‍্য করছিলেন তিনি। কিন্তু মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় সম্পর্কে অশ্লীল মন্তব‍্য করে নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছেন রোদ্দুর রায়।

এবার বিতর্কে নাম জড়ালো প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের (Prosenjit Chatterjee)! ভাবছেন সেটা কীকরে? আসলে রোদ্দুর যে দোষে দোষী, ‘ইন্ডাস্ট্রি’ও সেই একই দোষ করেছেন এক সময়। না, তিনি মুখ‍্যমন্ত্রী সম্পর্কে কোনো মন্তব‍্য করেননি ঠিকই, কিন্তু ছবির সংলাপে গালিগালাজ করতে শোনা গিয়েছিল তাঁকে।

Prosenjit Chatterjee Facebook
‘বাইশে শ্রাবণ’ ছবিতে প্রসেনজিতের মুখে গালাগালির তোড় শুনে বিষম খেয়েছিলেন দর্শকরা। চরিত্রের প্রয়োজনেই অমন সংলাপ বলতে হয়েছিল তাঁকে। কিন্তু বিষয়টা নিয়ে যদি এখন বিতর্ক হয়? এই ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে কি আবার হ‍্যাঁ বলবেন তিনি?

টিভি নাইনকে প্রসেনজিৎ বলেন, কে কী কারণে গ্রেফতার হয়েছেন তা তিনি জানেন না? তবে এই জন‍্য যদি তাঁকে গ্রেফতার করা হয় তাহলে করতেই পারে, অকপট প্রসেনজিৎ। তবে শুধু বাইশে শ্রাবণ নয়। তারও আগে একটি ছবি করেছিলেন তিন। নাম ‘তিন ইয়ারি কথা’। প্রসেনজিৎ বলেন, সেই ছবিটিকে নয় মাস ধরে সেন্সর বোর্ডে আটকে রেখেছিলেন। তাঁর মতে, ছবিকে বড় হতে হবে।

সোশ‍্যাল মিডিয়ায় টলিউডের ‘ইন্ডাস্ট্রি’কে নিয়েও ট্রোল কম হয় না। সে বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল প্রসেনজিৎ। তাঁর স্পষ্ট বক্তব‍্য, তাঁরা কাজ করছেন বলেই মিম বানানোর জন‍্য বিষয় পাওয়া যাচ্ছে। সব ধরনের ছবিতেই অভিনয় করেছেন প্রসেনজিৎ। যেমন মূলধারার বাণিজ‍্যিক ছবিতে অভিনয় করেছেন, তেমনি অন‍্য ধরনের ছবিতেও দেখা যাচ্ছে তাঁকে।

1562730210 prosenjitsocial
প্রসেনজিৎ বলেন, তিনি যদি শুধুই মনের মানুষ, বাইশে শ্রাবণ, অটোগ্রাফ এর মতো ছবি করতেন তাহলে কি এই মিম গুলো বানানোর মতো বিষয় পেত নিন্দুকরা? তিনি মশলাদার বাণিজ‍্যিক ছবিতে অভিনয় করেছেন বলেই না মিমাররা করেকম্মে খাচ্ছে।

প্রসঙ্গত, আগামীতে ‘আয় খুকু আয়’ ছবিতে দেখা যাবে প্রসেনজিৎকে। ছবির গল্প বাবা মেয়েকে নিয়ে। ছবির নির্মল মণ্ডল ‘সিঙ্গল ফাদার’। মেয়ে ‘বুড়ি’কে একাই বড় করে তুলবেন তিনি, পৌঁছে দেবেন বিয়ের পিঁড়িতে। প্রসেনজিৎ দিতিপ্রিয়া ছাড়াও ছবিতে রয়েছেন সোহিনী সেনগুপ্ত এবং রাফিয়াথ রশিদ মিথিলাকে। আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে ‘আয় খুকু আয়’।


Niranjana Nag

সম্পর্কিত খবর