বাংলা হান্ট নিউজ ডেস্ক: কালকেই আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এই সফরে তথাকথিত নামি তারকাদের মধ্যে বেশিরভাগ জনই থাকছে না। তাই হার্দিক পান্ডিয়াকে ওই সফরের জন্য অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। সেই সঙ্গে নির্বাচকরা এমন এক খেলোয়াড়কে এই দলে জায়গা দিয়েছেন যার আর ভারতীয় দলে সুযোগ পাওয়া অসম্ভব বলেই ধরে নেওয়া হচ্ছিলো।
আসন্ন আয়ারল্যান্ড সফরে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। ভারতীয় দলের হয়ে তিনি যে কটা ম্যাচ খেলেছিলেন তাতে তিনি দুর্দান্ত কিছু করে দেখাতে পারেননি। আইপিএল ২০২২-এ চূড়ান্ত ফ্লপ ছিলেন তিনি। কেকেআরের জার্সি গায়ে ২-১টি ব্যতিক্রমী ম্যাচ বাদ দিলে তাকে সম্পূর্ণ ব্যর্থই বলা যায়। তাও ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।
আইপিএলের পারফরমেন্সের ওপর ভিত্তি করেই আয়ারল্যান্ড সফরে হার্দিককে অধিনায়কত্বর দায়িত্ব দেওয়া হয়েছে। সদ্যসমাপ্ত আইপিএল মরশুমে হার্দিক ব্যাটিং এবং বোলিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসাবেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। নতুন ফ্র্যাঞ্চাইজি হওয়া সত্ত্বেও হার্দিকের নেতৃত্বে আইপিএল ২০২২-এর শিরোপা দখল করেছে গুজরাট টাইটান্স।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি স্কোয়াড:
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), ঈশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিশ্নই, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।