বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে একদিকে যেমন রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলা এবং মধ্যপ্রদেশ, তেমনই অপর সেমিফাইনালে মুখোমুখি হয়েছে মুম্বাই এবং উত্তর প্রদেশ। বাংলাকে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৪৯ রানের টার্গেট দিয়েছে মধ্যপ্রদেশ। স্বাভাবিকভাবেই বলা যায় বাংলা এখন বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে। কিন্তু অপর সেমিফাইনালে উত্তরপ্রদেশের অবস্থা আরও খারাপ। তাদের বিরুদ্ধে মুম্বাইয়ের লিড ৫০০ ছাড়িয়েছে। হাতে এখনো ৯ উইকেট রয়েছে যশস্বী জয়সওয়ালদের।
এই প্রতিবেদনটি লেখার সময় যশস্বী জয়সওয়াল ব্যাটিং করছেন ১২২ রানের ব্যক্তিগত স্কোরে। গতকাল তিনি এমন একটি কাজ করেছিলেন যার পর তিনি শিরোনামে উঠেছিলেন। কাল পৃথ্বী শ-এর সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ১ রান করার পরেই ব্যাট তুলে উদযাপন করতে শুরু করেন যশস্বী। এমন উদযাপন সাধারণত ব্যাটসম্যান শতরান বা অর্ধশতরান করলেই করে থাকেন। কিন্তু এক রান করে কেন এমন আচরণ করেছিলেন যশস্বী?
Jaiswal raising the bat, Mumbai dugout cheering, UP players clapping when Jaiswal scored the first run in the 54th ball. pic.twitter.com/VFjdxXLWOa
— Johns. (@CricCrazyJohns) June 16, 2022
আসলে কালকে ব্যাট করতে নামা পর প্রথম থেকেই আক্রমণ শুরু করেছিলেন পৃথ্বী শ। খুব দ্রুতই অর্ধশতরানের গণ্ডি পার করে যান তিনি। চারদিকে নামা যশস্বী নিজের প্রথম রানটি পান ৫৪ বল খেলার পর। তাই মজা করে ওইরকম ভাবে উদযাপন করছিলেন তিনি। তবে ৭১ বলে ৬৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে পৃথ্বী আউট হয়ে গেলেও ধৈর্য ধরে নিচে পড়ে থেকে শতরান করেন যশস্বী। তিন নম্বরে নামা আরমান জাফরও শতরান করেছেন। প্রতিবেদনটি লেখার সময় উত্তরপ্রদেশের ওপর মুম্বাইয়ের লিড ৫৩৭ রানের।
অপর রঞ্জি সেমিফাইনালে মধ্যপ্রদেশ কে অলআউট করতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাকে। আদিত্য শ্রীবাস্তবের ৮২ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৮১ রান তুলেছে মধ্যপ্রদেশ। ৫ টি উইকেট নেন শাহবাজ আহমেদ এবং চারটি উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতিমধ্যেই ওপেনার অভিষেকের রামনকে হারিয়ে ফেলেছে বাংলা। হাতে তাদের এখনো ১০০ ওভারেরও বেশি সময় রয়েছে। বাংলার ফাইনালে যাওয়ার একমাত্র উপায় হল সরাসরি জয়ের জন্য ঝাঁপানো। করতে গেলে বাকি ব্যাটারদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।