ফের জঙ্গিদের পাশে চিন! মক্কীকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণা করতে বাধা বেজিংয়ের! ব্যর্থ ভারত-আমেরিকার প্রয়াস

বাংলা হান্ট ডেস্ক : জাতিসংঘে আবার ভারত-আমেরিকাকে বাধা চিনের। জানা যাচ্ছে ১২৬৭ আইএসআইএল এবং যুক্তরাষ্ট্র সুরক্ষা পরিষদের সামনে ভারত এবং আমেরিকা যৌথ ভাবে আবদুল রহমান মক্কীকে আতঙ্কবাদী ঘোষণা করার প্রস্তাব রাখে। প্রত্যেকবারের মতো এবারেও একেবারে শেষ মুহুর্তে সবকিছু বিগড়ে দেয় চিন।

কে এই আবদুল রহমান মক্কী?
২০১৭ সালে হাফিজের জায়গায় লস্করের প্রধান পদে নিযুক্ত হয় হফিজের আত্মীয় আব্দুল রহমান মক্কী। হাফিজ সঈদের শ্যালক তথা জঙ্গি আব্দুল রহমান মক্কীর মাথার দাম ২ মিলিয়ন মার্কিন ডলার হিসাবে অনেকদিন আগেই ঘোষণা করা হয়। জঙ্গি সংগঠনে হাফিজের পরেই নাম ছিল তার শ্যালক মক্কীর। সেইমত তাকেই বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গি সংগঠনের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়।

সূত্রের খবর, সংগঠন কিছুদিনের মধ্যেই কাশ্মীরে নিজেদের শিবিরকে আরও শক্তিশালী করবার পরিকল্পনা নিয়েছিল মক্কী। তার আগে সংগঠন চাইছিল, সংগঠনের প্রশাসনিক দায়িত্ব এমন কারও হাতে যাক যে স্বাধীনভাবে জঙ্গি কার্যকলাপ চালাতে সক্ষম। কারণ হাফিজ জেলবন্দী হয়ে যাওয়ার পর সংগঠন অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছিল বলেই দাবি বাকি জঙ্গি সদস্যদের। সেই সময় মক্কী ছাড়া আর কারুর নামই উঠে আসেনি। সেই মক্কীকেই এবার ইউএনের আতঙ্কবাদী ঘোষণা করা থেকে বাধা দিল চিন।

প্রসঙ্গত ২০১৯ সালে মাসুদ আজাহারকে বিশ্ব আতঙ্কবাদী ঘোষণা করার ক্ষেত্রেও বাধা দেয় চিন। যদিও তার সেই বাধা ধোপে টেকেনি। সুরক্ষা পরিষদের ১৫ জন সদস্যের মধ্যে চিনই একামত্র রাষ্ট্র ছিল যে ভারতকে বাধা দিয়েছিল। তবে সব বাধা কাটিয়ে ভারত এক দুরন্ত কূটনৈতিক জয় লাভ করে। এবারেও চিন সেই প্রচেষ্টাও করে এবং সফলও হয়।

উল্লেখ্য, সুরক্ষা পরিষদে পাঁচটি স্থায়ী রাষ্ট্র আছে। আমেরিকা, ব্রিটেন, চিন, ফ্রান্স, রাশিয়া। এর মধ্যে যেকোনও একটি দেশ ভেটো প্রয়োগ করে যে কোনও প্রস্তাবকে স্থগিত করতে পারে। চিন এই বিশেষ পদ্ধতির সুবিধা নিয়েই আবদুল রহমান মক্কীকে বিশ্ব আতঙ্কবাদী ঘোষণা করার প্রস্তাবকে নাকচ করে।


Sudipto

সম্পর্কিত খবর