বাংলা হান্ট ডেস্কঃ এদিন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা আয়োজিত দক্ষিণ 24 পরগনার মগরাহাট বিধানসভার অন্তর্গত কালীতলায় একটি জনসভায় উপস্থিত হন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “2024-এ তৃণমূল শেষ।”
এদিন বক্তৃতা দিতে উঠে পয়গম্বর বিতর্কে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য সহ রাজ্যে তৃণমূলের দ্বারা হিংসার রাজনীতির কথা শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, “দক্ষিণ 24 পরগনা জেলা এখন গুন্ডাদের হাতে। তবে মনে রাখতে হবে, এখানে কারোর জমিদারি চলবে না। যদি কেউ জোর করতে আসে আমরা তাদের ছেড়ে দেবো না। আমফানের সময় কেন্দ্র সরকার থেকে 3400 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তা পুরোটাই চলে যায় শাসকদলের হাতে। সাধারণ মানুষকে বঞ্চনার শিকার হতে হয়। এছাড়াও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলি রাজ্য নিজেদের নাম করে মানুষের সামনে উপস্থাপিত করে চলেছে। তবে আমরা এর শেষ দেখে ছাড়ব। 2024 এ লোকসভা আর বিধানসভা একসঙ্গে হবে আর এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে, 24-এ তৃণমূল দল শেষ হয়ে যাবে। আপনারা সবাই মিলে তৃণমূলকে উৎখাত করে দিন।”
পয়গম্বর বিতর্ক প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডের মত রাজ্যগুলিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গেছে সেখানকার সরকারকে। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনুরোধ ছাড়া আর কোন রকম ব্যবস্থা নিচ্ছেন না। এটা অনুচিত।” এছাড়াও তিনি বলেন, “বর্তমানে পশ্চিমবঙ্গে শিক্ষা, শিল্প সবকিছু উধাও। চাকরি নেই, এমনকি করোনার জন্য দু’বছর ধরে স্কুল বন্ধ। এর মাঝে আবার গরমের ছুটি বাড়িয়ে দিয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে সরকার আর এই সবকিছুই হয়ে চলেছে মিড ডে মিলের চাল চুরি করার জন্য। আপনারা দেখুন বর্তমানে শাসকদল কিভাবে গরু পাচার এবং কয়লা পাচারের মত ঘটনায় জড়িত হয়ে পড়েছে। তবে বর্তমানে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা দায়িত্ব নেওয়ার ফলে একাধিক জায়গায় বিএসএফকে কাজে লাগানো গিয়েছে এবং তার ফলে দুর্নীতি কিছুটা অংশে বন্ধ হয়েছে। তবে তৃণমূল সরকারকে না সরাতে পারলে তা সম্পূর্ণরূপে বন্ধ করা মুশকিল।”
সম্প্রতি রাজ্য সরকার দ্বারা বিধানসভায় বিজেপি বিধায়কদের সাসপেনশন ওঠানো হয়। এ প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “বেআইনিভাবে আমাদের বিরুদ্ধে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু এরপর আদালতের হস্তক্ষেপের জন্যই তা বাতিল করা হয়েছে। আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে।”