বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল নিজেদের গড়া বিশ্বরেকর্ড নিজেরাই ভেঙেছে ইংল্যান্ডের একদিনের দল। কাল আমস্টেভিলিনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইয়ন মরগ্যানের ইংল্যান্ড। তাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে একদিনের ক্রিকেটে দলগত সর্বোচ্চ রানের ইতিহাস তৈরী করলো তারা। তিনজনের শতরানের দৌলতে তাদের স্কোর ৫০ ওভারের পর দাঁড়িয়েছে ৪৯৮ রান।
ম্যাচের ৯ তম ওভারে একটি মজার ঘটনা ঘটেছে। ডাচ স্পিনার পিঠার সিলারের বলে একটি লম্বা ছক্কা মারেন ইংল্যান্ডের ডেভিড মালান। বলটি বাউন্ডারি পেরিয়ে ঝোপ-জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে। কিন্তু তারপর সেটিকে বেশ কিছুক্ষণ খুঁজে পাওয়া যায়নি। সেই স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা বেশ কিছুক্ষণ ধরে বলটি খোঁজা শুরু করেন। নেদারল্যান্ডসের কয়েকজন ফিল্ডারও তাদের সাহায্য করতে থাকেন। আইসিসি সেই ছবি নিজেদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন।
Drama in Amstelveen as the ball ends up in the trees 🔍 pic.twitter.com/MM7stEMHEJ
— Henry Moeran (@henrymoeranBBC) June 17, 2022
কাল জেসন রয়কে দ্রুত খোয়ালেও ওপেন করতে নামা ফিলিপ সল্ট ৯৩ বলে ১২২ রানের ইনিংস খেলেন যাতে সামিল ছিল ১৪টি চার এবং ৩টি ছক্কা। তিন নম্বরে নামা ডেভিড মালান ১০৯ বলে ১২৫ রানের ধৈর্যশীল একটি ইনিংস খেলেন যাতে সামিল ছিল ৯টি চার ও ৩টি ছয়। স্ট্রাইক রেট ১০০-এর উপরে থাকলেও তিনি মূলত অ্যাঙ্কারের কাজ করেছেন।
আসল বিধ্বংসী ইনিংসটি খেলেছেন জস বাটলার। ৭০ বল খেলে ২৩১-এর স্ট্রাইক রেটে ১৬২ টি রান করেছেন তিনি। আইপিএলের ফর্ম জাতীয় দলেও ধরে রেখেছেন তিনি। মেরেছেন মোট ৭টি চার ১৪ টি ছক্কা। এরফলে নিজেদের গড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮১ রানের সর্বোচ্চ দলগত ব্যক্তিগত স্কোরের রেকর্ড নিজেরাই ভাঙলেন তারা। জবাবে ব্যাট করতে নেমে ২৬৬ তে অল-আউট হয়ে যায় ডাচরা।