‘একাধিকবার সারদার টাকা নিয়েছে শুভেন্দু!” সুদীপ্ত সেনের বিস্ফোরক চিঠিতে শোরগোল

বাংলাহান্ট ডেস্ক : আবারও সংবাদের শিরোনামে সুদীপ্ত সেন। জানা যাচ্ছে আদালতে আবারও এক বিস্ফোরক চিঠি দিয়েছেন তিনি। বিশেষ সূত্র মারফত খবর, প্রেসিডেন্সি জেল থেকে প্রিজনার্স পিটিশনে তিনি ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এই চিঠি পাঠিয়েছেন।

কী আছে সারদা কর্তা সুদীপ্ত সেনের লেখা সেই চিঠিতে?
জানা যাচ্ছে, উচ্চআদালতেকে লেখা সেই চিঠিতে শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে কীভাবে টাকা নিয়েছেন, তার আরও কিছু বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। সারদা কাণ্ডের সঠিক তদন্তেরও দাবি করেছেন সুদীপ্ত। প্রসঙ্গত এর আগেও উচ্চআদালতকে লেখা চিঠিতে সুদীপ্ত সেন লেখেন শুভেন্দু কীভাবে কত টাকা নিয়েছেন, কোথায় নিয়েছেন সেই টাকা। সম্প্রতি লেখা চিঠিতে তাতে আরও তথ্য যোগ করলেন তিনি।

এই বিষয়ে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, ‘বন্দি তাঁর অধিকারে নিয়ম মেনেই এই চিঠি দিয়েছেন। চিঠি পড়া তো আমার কাজ নয়। ওয়েলফেয়ার অফিসার ওই চিঠি ছেড়েছেন মানেই তাতে আপত্তিকর কোনও শব্দ নেই। আমি পাঠিয়ে দিয়েছি। চিঠির ভিতরে বিষয়বস্তু কী লেখা আছে তা ঠিক আমি জানি না।’

সুদীপ্ত সেনের অভিযোগ করেন, তাঁর কাছ থেকে এক রকম প্রতারণা করে, কখনও বা ব্ল্যাকমেল করে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছেন। সিবিআইকে সে কথা জানালেও তারা কোনও পদক্ষেপ করছে না। শুধু তাই নয়, সারদা কাণ্ডে জড়িত এমন একটি সমবায় ব্যাংকের কথাও উল্লেখ করেছেন তিনি। সেক্ষেত্রেও নিষ্ক্রিয়ই থেকেছে সিবিআই। সম্প্রতি পাঠানো চিঠিটিকে আগের চিঠির দ্বিতীয় অধ্যায় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।


Sudipto

সম্পর্কিত খবর