বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ট্রেলার। আর প্রথম ঝলক দেখেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। হিন্দু পুরাণ অবলম্বনে তৈরি ছবির গল্পে হিন্দু দেবদেবীদেরই অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee)।
যারা এখনো জানেন না ব্যাপারটা কী ঘটেছে তাদের জন্য জানিয়ে রাখি, ব্রহ্মাস্ত্রর ট্রেলারে একটি দৃশ্যে দেখা যায় রণবীর কাপুর (Ranbir Kapoor) পায়ে জুতো পরেই মন্দিরে ঢুকে ঘন্টা বাজাচ্ছেন। ট্রেলারে এই অংশটুকু দেখেই ক্ষুব্ধ নেটিজেনরা। হিন্দু পুরাণ নিয়ে ছবি বানাচ্ছেন, অথচ এটুকু জানেন না যে হিন্দুরা মন্দিরে জুতো খুলে প্রবেশ করে!
বিষয়টা নিয়ে অনেকেই ছবি বয়কটের ডাক দিলে বিষয়টা নিয়ে সাফাই দিয়েছেন অয়ন মুখোপাধ্যায়। একটি বিবৃতিতে তিনি লিখেছেন, ‘ট্রেলারের একটি দৃশ্যে রণবীরকে জুতো পরে ঘন্টা বাজাতে দেখে কিছু মানুষ হতাশ হয়েছেন। এই ছবির নির্মাতা (এবং একজন ঈশ্বর ভক্ত) হিসাবে আমি বিনীত ভাবে জানাতে চাই ওখানে কী হয়েছে।
আমাদের ছবিতে রণবীর কোনো মন্দিরে নয়, একটি দূর্গা পুজোর মণ্ডপে প্রবেশ করছেন। আমার নিজের পরিবার গত ৭৫ বছর ধরে এমনি একটি মণ্ডপ তৈরি করে আসছে, যেটার সঙ্গে আমি ছোট থেকে যুক্ত।’
পরিচালক আরো লিখেছেন, ‘আমার অভিজ্ঞতা বলে, মণ্ডপে ঢোকার সময়ে কেউ জুতো খোলে না। যে উঁচু জায়গায় প্রতিমা রাখা হয় সেখানে ওঠার সময়ে জুতো খুলতে হয়। কেউ যদি ট্রেলার দেখে আহত হয়ে থাকেন তাঁকে ব্যক্তিগত ভাবে সবটা জানানো আমার কর্তব্য। কারণ সবকিছুর উর্দ্ধে ব্রহ্মাস্ত্র ভারতীয় সংষ্কৃতি, ইতিহাসকে উদযাপন করে। তাই যারা যারা ব্রহ্মাস্ত্র দেখবেন তাদের এই অনুভূতি হওয়াটা খুব জরুরি।’
https://www.instagram.com/p/Ce-nFWPMzpZ/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, প্রায় ৩ মিনিটের ট্রেলারে অসাধারণ ভিএফএক্স, সুন্দর দৃশ্য গ্রহণের প্রশংসা করেছে নেটিজেনরা। কিন্তু কিছু কারণে দর্শকদের একাংশের মোটেই পছন্দ হয়নি ট্রেলারটি। তবে পলিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাজ অনেকেরই পছন্দ হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ব্রহ্মাস্ত্র ট্রেলার।