প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণের একাধিক জেলা, উত্তরে কমবে দুর্যোগ; একনজরে আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন উত্তরবঙ্গে কমবে দুর্যোগ, অপরদিকে আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। গত শনিবার বহু প্রতীক্ষার পর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় বঙ্গের দক্ষিণ প্রান্তে। এরপর দুদিনে অনেকটাই উধাও হয়ে যায় আদ্রতাজনিত অস্বস্তি। একধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রা। আগামী দিনেও একই পরিস্থিতি বজায় থাকবে বলে মত হাওয়া অফিসের। অপরদিকে, উত্তরবঙ্গে আজকের পর থেকে আবহাওয়া অনেকটাই পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৮%
বাতাস :  ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৫%

আজকের আবহাওয়া
বিগত দুই সপ্তাহ ধরে উত্তরবঙ্গে আটকে থাকার পর গত শনিবারই দক্ষিনবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তার জেরেই গত দুদিন ধরে স্বস্তির বৃষ্টি নেমেছে শহর কলকাতা সহ অন্যান্য একাধিক প্রান্তে। আজও কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়ার একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। কোনো কোনো প্রান্তে বৃষ্টির পরিমাণ প্রবল হতে চলেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৮%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
গত দুদিনে দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতে ভেসেছে শহরতলী ও তার পার্শ্ববর্তী এলাকা। মঙ্গলবারের পর থেকে দক্ষিণের মোট নয়টি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তবে হাওয়া অফিসের মতে, এবছর দক্ষিনবঙ্গে বর্ষার প্রভাব অন্য বছরগুলির তুলনায় কম হবে।

অপরদিকে, বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে একাধিক জেলা যথা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, কার্শিয়াংয়ে প্রবল থেকে প্ৰবলতর বৃষ্টি হয়ে চলেছে। এমনকি, দুর্যোগের পরিমাণ এতটাই বৃদ্ধি পায় যে, বন্যা এবং ধসের সতর্কতা জারি করা হয়। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া 
আগামী কয়েকদিনে সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়ায়। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে চলেছে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলেছে। তবে মঙ্গলবার হতে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Sayan Das

সম্পর্কিত খবর