‘অগ্নিবীরদের’ চাকরি দেবেন আনন্দ মাহিন্দ্রা, টুইট করে বললেন- শৃঙ্খলা ও দক্ষতা অত্যন্ত প্রয়োজন

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে কেন্দ্র সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে উত্তাল হয়ে পড়েছে গোটা ভারতবর্ষ (India)। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ করে চলেছে এক শ্রেণীর মানুষ। ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে তারা সর্বত্র আন্দোলন করে চলেছে। এই পরিস্থিতিতে একটি বড় ঘোষণা করলেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। এক্ষেত্রে তাঁর কোম্পানিতে সকল যোগ্য ‘অগ্নিবীর’-দের কাজে নিয়োগ করা হবে বলে ঘোষণা করলেন আনন্দজী।

এদিন একটি টুইট করে এ প্রসঙ্গে সম্পূর্ণ বক্তব্য স্পষ্ট করেন আনন্দ মাহিন্দ্রা। তিনি জানান, “অগ্নিপথ প্রকল্পটিকে ঘিরে যেভাবে একের পর এক হিংসার ঘটনা সামনে এসে চলেছে, তা দুর্ভাগ্যজনক। এই প্রকল্পটির শুরুতে আমার মনে হয় যে, দক্ষ এবং প্রশিক্ষিত অগ্নিবীর অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের কোম্পানিতে চাকরির ক্ষেত্রে তারা যোগ্য এবং উপযুক্ত হবে। তাই এই সকল অগ্নিবীরদের আমি আমার কোম্পানিতে কাজের সুযোগ দিতে চাই।”

উল্লেখ্য সম্প্রতি কেন্দ্র সরকারের মনোনীত সদস্য হিসেবে Reserve Bank of India-এ স্থান করে নেন আনন্দজী। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রসঙ্গকে কেন্দ্র করে মন্তব্য করতেও দেখা যায় তাঁকে। বর্তমানে দেশে অগ্নিবীর প্রসঙ্গে তাঁর এই বক্তব্য বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। যদিও কোম্পানির কোন পজিশনে অগ্নিবীরদের স্থান দেওয়া হবে, সে সম্পর্কে আপাতত খোলসা করে কিছুই বলেননি তিনি।

প্রসঙ্গত, কয়েকদিন পূর্বে দেশে সেনা নিয়োগের জন্য ‘অগ্নিপথ’ প্রকল্পটির কথা ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক। এই প্রকল্প অনুযায়ী, চার বছরের জন্য চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ করবে কেন্দ্র। পরবর্তীতে 25% কর্মীকে পুনরায় নিয়োগ করা হবে এবং বাকিদের 11 লক্ষ টাকা পর্যন্ত ভাতা দেবে সরকার। এই ঘোষণাটি করার পরেই দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়ে যায় বিক্ষোভ। চুক্তি ভিত্তিক কাজের প্রতি ক্ষোভ উগরে দিয়ে রেল অবরোধ, সড়কে সড়কে বিক্ষোভ ও ইট বৃষ্টির মতো একাধিক ঘটনা সামনে আসে।

যদিও এরপর কেন্দ্র সরকার দ্বারা একাধিক পরিবর্তন নেওয়া হয়। বয়সসীমা যেমন বাড়িয়ে দেওয়া হয়, ঠিক তেমনভাবেই অগ্নিবীরদের জন্য সংরক্ষণের ঘোষণা পর্যন্ত করে সরকার। তবে পরবর্তীকালে এই বিক্ষোভের আঁচ কোথায় গিয়ে থামে, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর