‘চব্বিশে বাংলায় সরকার গড়বে বিজেপি’, অর্জুনের ‘গড়’ থেকে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভায় বিপুল পরিমাণ ভোটে পরাজয়ের পর থেকেই বিজেপিতে ভাঙন অব্যাহত। মুকুল রায় রাজীব ব্যানার্জি থেকে শুরু করে অর্জুন সিংয়ের মতো তাবড় তাবড় নেতারাও বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন। স্বভাবতই এর দরুণ ভারতীয় জনতা পার্টির সংগঠন ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। তবে বর্তমানে তা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিশেষত, যার ওপর নির্ভর করে ভবিষ্যতে বাংলা জয়ের স্বপ্ন দেখে চলেছে বিজেপি, সেই শুভেন্দু অধিকারী এদিন তৃণমূলকে ছুঁড়ে দিলেন কড়া চ্যালেঞ্জ।

উল্লেখ্য, সম্প্রতি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন  এরপরেই বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুরে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে। গতকাল অর্জুনের ‘গড়ে’ দাঁড়িয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, “ছাব্বিশ নয়, চব্বিশে বাংলায় সরকার প্রতিষ্ঠা করতে চলেছে বিজেপি।”ব

বর্তমানে ব্যারাকপুরে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। তারপর থেকেই এলাকায় বেশ সক্রিয় দেখা যায় তাঁকে। এদিন ব্যারাকপুরের নোয়াপাড়া এলাকায় একটি সভার আয়োজন করেন শুভেন্দু। সেখান থেকে তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ছাব্বিশ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না, আগামী চব্বিশে বাংলায় সরকার গড়বে বিজেপি। আমরা পিসি-ভাইপোর কোম্পানিকে তাড়াবই।”

স্বভাবতই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে ক্রমশ জল্পনা সৃষ্টি হয়ে চলেছে। অতীতেও বিজেপির বহু নেতাদের দ্বারা ‘গোটা দেশে এক ভোট’ আয়োজনের প্রসঙ্গ তুলে ধরা হয়। এদিনও শুভেন্দুর বক্তব্যে উঠে এলো সেই প্রসঙ্গ। ফলে জল্পনা সৃষ্টি হয়েছে, তবে কি 2024-এ লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে আয়োজিত করা হতে চলেছে?

তবে বিজেপি নেতার বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে। বাংলার মানুষ ওদেরকে বিশ্বাস করে না। তাছাড়া রাষ্ট্রপতি শাসনকে কেন্দ্র করে আমাদের সরকারকে ভাঙার চেষ্টা অতীতে বিজেপি বহুবার করেছে। তবে আমি বলতে চাই যে, এইসব করে কোন লাভ নেই। আমাদের ভোট ভবিষ্যতে আরো বাড়বে।”

suvendu 12 1

তবে যার এলাকায় গতকাল হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী, সেই অর্জুন সিংয়ের বক্তব্য, “শুভেন্দুর সভায় দুশো লোকও হয়নি। অন্যান্য এলাকা থেকে লোক আনতে তারা বাধ্য হয়।”


Sayan Das

সম্পর্কিত খবর