ইতিহাস গড়লেন গুস্তাভো, প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেল লাতিন আমেরিকার এই দেশ

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বজুড়ে বামপন্থী রাজনীতির কোনঠাসা অবস্থা। কিন্তু এরই মধ্যে প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেল লাতিন আমেরিকার একটি দেশ। পরিবর্তনের ডাক দিয়েছিলেন কলম্বিয়ার সাধারণ মানুষ। আর তার উপর ভিত্তি করে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গুস্তাভো পেট্রো। কলম্বিয়ার রাজনৈতিক ইতিহাসে গুস্তাভো পেট্রো হলেন প্রথম বামপন্থী প্রেসিডেন্ট ।

জানা গিয়েছে, কলম্বিয়ার প্রাক্তন গেরিলা তথা বিরোধী দল নেতা ছিলেন গুস্তাভো পেট্রো। সম্প্রতি কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ধনকুবের রদলাফো হার্নান্দেজকে পরাজিত করেন তিনি। প্রাপ্ত খবর অনুযায়ী, ৫০.৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পেট্রো। অন্যদিকে রদলাফ পেয়েছেন ৪৭.৩ শতাংশ ভোট।

প্রসঙ্গত উল্লেখ্য, পেট্রোর জন্ম ১৯৬০ সালে। মাত্র ১৭ বছর বয়সে তিনি গেরিলা গ্রুপের সদস্য হন।১৯৯১ সালে তিনি একটি নির্বাচনে চেম্বার অব রিপ্রেজেন্টেটিভ এর সদস্য হন। এরপর থেকে তিনি দীর্ঘদিন বিরোধী দলনেতা ও গেরিলা যুদ্ধের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। বেশ কিছু সময়ের জন্য তিনি বেগোটার মেয়র পদ সামলেছেন। তার শাসনকালে আগ্নেয়াস্ত্র ব্যবহার এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে খুব দ্রুত কলম্বিয়ায় হত্যার ঘটনা হ্রাস পায়। এছাড়াও মহিলাদের জন্য জন্মনিয়ন্ত্রণ সেন্টার, বিশেষ স্বাস্থ্য হাসপাতাল, জলাভূমি সংরক্ষণ আইন পেট্রোল অন্যতম কীর্তি।

jpg 20220620 112506 0000

রাষ্ট্রপতি নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর পেট্রো বলেছেন, “কলম্বিয়ার পরিবর্তন হচ্ছে। এই নির্বাচন সেই স্বপ্নেরই এক ধাপ। যা আমাদের লক্ষ্য পূরণ করতে নিয়ে যাবে।” এরই সাথে তিনি আরো বলেন,”এই সময়টা ঘৃণার নয়। এই সরকার হবে সাধারণ মানুষের সরকার। যেটি আগামী ৭ ই আগস্ট থেকে যাত্রা শুরু করবে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর