বড় হয়ে হতে চেয়েছিলেন “কাবাড়িওয়ালা”! আজ ভারতের অন্যতম জনপ্রিয় IAS অফিসার ইনি

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হল UPSC। আর এই পরীক্ষায় সফলতা লাভের পরই দেশের প্রশাসনিক স্তরে দক্ষতার সাথে কাজ করতে পারেন যোগ্য প্রার্থীরা। এমতাবস্থায়, এই পরীক্ষায় সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হয় প্রার্থীদের। বর্তমান প্রতিবেদনে আজ আমরা দেশের এমন একজন IAS অফিসারের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি সকলের কাছেই অত্যন্ত পরিচিত।

শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও তাঁর অগণিত ভক্ত রয়েছেন। আর সেই কারণেই উত্তরাখণ্ডের IAS অফিসার দীপক রাওয়াত প্রায়ই থাকেন খবরের শিরোনামে। পাশাপাশি, Youtube-এ তাঁর বিভিন্ন পরিদর্শনের ভিডিওগুলি তুমূলভাবে আলোচিত হয়। কিন্তু আপনি কি জানেন, বর্তমান সময়ের জনপ্রিয় এই IAS অফিসার শৈশবে “কাবাড়িওয়ালা”(পরিত্যক্ত জিনিসপত্র যাঁরা বাড়ি থেকে নিয়ে যান) হতে চেয়েছিলেন! এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই কথা জানিয়েছেন।

মূলত, একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে IAS দীপক রাওয়াত বলেছেন যে, শৈশবে অন্যান্য শিশুদের মতো তাঁরও বিভিন্ন বিষয়ে অনেক কৌতূহল ছিল। এমনকি, তিনি ক্যান, টুথপেস্টের খালি প্যাকেট ইত্যাদি সংগ্রহ করে দোকান বসাতেন। সবাই যখন তাঁকে জিজ্ঞাসা করতেন, “তুমি বড় হয়ে কি হতে চাও?” এই প্রশ্নের উত্তরে তিনি সটান জানিয়ে দিতেন যে, “কাবাড়িওয়ালা হতে চাই।”

“কাবাড়িওয়ালা”-র পেশাই আকৃষ্ট করেছিল তাঁকে:
পাশাপাশি, ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন যে, ছোটবেলায় তিনি এই পেশাটিকে খুব আকর্ষণীয় মনে করেছিলেন। কারণ তিনি অনুভব করেছিলেন যে, এই পেশার মাধ্যমে নিত্য-নতুন নানান জিনিস পাওয়া যেতে পারে এবং বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আর এই জন্যই তিনি এই কাজ করতে চেয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, IAS দীপক রাওয়াত ১৯৭৭ সালে মুসৌরিতে জন্মগ্রহণ করেন। মুসৌরি থেকে স্কুলের পড়াশোনা শেষ করার পর, তিনি দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক হন। স্নাতকোত্তর করার পাশাপাশি তিনি UPSC-র প্রস্তুতিও শুরু করেন। প্রথম দুই প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর, তিনি UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন।

122448287 1045478409224322 6055297184221986700 n

সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়:
দীপক রাওয়াত সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ফেসবুক ও ইউটিউবে তাঁর নামে যে ফ্যান পেজগুলো রয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষ সংযুক্ত রয়েছেন। তাঁর প্রতিটি ভিডিও কয়েক মিলিয়ন ভিউ পায়। এছাড়াও, “দীপক রাওয়াত IAS” নামে ইউটিউব চ্যানেলটিতে ৪ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর