বিরোধিতা-বিক্ষোভই সার! ২৪ ঘণ্টায় কাতারে কাতারে আবেদন জমা পড়ল অগ্নিপথ প্রকল্পে

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভ হয়েছে সারা দেশজুড়ে। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের সমালোচনায় মুখর হয়েছে বিভিন্ন মহল। বিগত কয়েক দিনে ঘটে গেছে ভাঙচুর, ট্রেন জ্বালানো, সরকারি সম্পত্তি নষ্ট করার মতো হিংসাত্মক ঘটনাও।

বিক্ষোভ তীব্রতায় অগ্নিপথে নিয়োগের নিয়মকানুন আরও কিছুটা সহজ করতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। কিন্তু এতকিছুর পরও অগ্নিপথ প্রকল্পে চাকরির জন্য যত আবেদন জমা পড়ছে তা অভূতপূর্ব। বিশেষত বায়ুসেনা বিভাগে অগ্নিবীর নিয়োগের আবেদনপত্র জমা দেওয়ার অনলাইন পোর্টাল চালু হওয়ার সঙ্গে সঙ্গেই কাতারে কাতারে আবেদন আসতে থাকে বলে খবর।

বিশেষ সূত্রে খবর, বায়ুসেনায় অগ্নিবীর পদের জন্য এখনও অবধি আবেদনপত্র জমা পড়েছে প্রায় ৩ হাজার ৮০০। রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল খোলা হয়েছে শুক্রবার সকাল ১০টা নাগাদ। পোর্টাল চালুর মুহূর্তের মধ্যেই শুরু করে আবেদন আসতে। মাত্র একদিনেই চার হাজারের কাছাকাছি আবেদনপত্র জমা পড়েছে।

অগ্নিপথ প্রকল্পে সেনাবাহিনীর তিন বিভাগেই অগ্নিবীর নিয়োগ করা হবে। বায়ুসেনার প্রকল্পটির নাম হলো ‘অগ্নিবীর বায়ু’। জানা যাচ্ছে বায়ুসেনায় এই প্রকল্পের আওতায় নিযুক্ত অগ্নিবীরদের ‘ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাক্ট ১৯৫০’ অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। ভারতীয় নাগরিক হওয়ার পাশাপাশি একমাত্র অবিবাহিত পুরুষরাই আবেদনের যোগ্য। নিয়োগের জন্য শারীরিক পরীক্ষার প্রয়োজন হবে। মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মিলবে পরবর্তী স্তরের ছাড়পত্র। বায়ুসেনার অগ্নিবীরদের পোশাকে লাগানো থাকবে বিশেষ ব্যাজ। অগ্নিবীরদের জন্য থাকবে জন্য আলাদা ব়্যাঙ্কও। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুলাই। লিখিত পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসের শেষে।


Sudipto

সম্পর্কিত খবর