ছন্দে ফিরছে বলিউড, ‘চোর’ অপবাদ নিয়েও ‘যুগ যুগ জিও’র IMDb রেটিং ৮! ঝটকা দিল প্রথম দিনের ব‍্যবসা

বাংলাহান্ট ডেস্ক: ‘যুগ যুগ জিও’ (Jug Jugg Jeeyo) নিয়ে প্রথম থেকেই একাধিক ফাঁড়া ছিল। মুক্তির ঠিক আগে আগেই বিতর্কে জড়িয়েছিল করন জোহর প্রযোজিত ছবিটি। বিতর্কটা শুরুও হয়েছিল তাঁর জন‍্যই। করনের বিরুদ্ধে গান চুরির অভিযোগ এসেছিল পাক মুলুক থেকে। এত বাধা বিপত্তি সত্ত্বেও শুরুর দিনে কিন্তু দর্শকদের বেশ বড় চমক দিল যুগ যুগ জিও।

২৪ জুন মুক্তি বরুন ধাওয়ান, কিয়ারা আডবানী, অনিল কাপুর এবং নীতু কাপুর অভিনীত যুগ যুগ জিও। প্রথম দিনে প্রায় ২০ শতাংশ হল ভরেছে হিন্দি বলয়ে। প্রথম দিনেই ৯.২৮ কোটি টাকা তুলতে পেরেছে এই ফ‍্যামিলি এন্টারটেনার। প্রথম দিনেই রেকর্ড ভাঙা ব‍্যবসার আশা করেননি ফিল্ম বিশেষজ্ঞরা। কিন্তু এত বিতর্ক সত্ত্বেও এই ছবি যে ৯ কোটি তুলে ফেলবে সেটাও ভাবতে পারেননি কেউ।

640 x 363 2022 05 25T131926.285
মূলত দিল্লি ও সংলগ্ন অঞ্চলে খুব ভাল ব‍্যবসা করেছে যুগ যুগ জিও। এছাড়া মুম্বই, পুনে, চণ্ডীগড়ের মতো শহরেও ভাল গতি ধরে নিয়েছে যুগ যুগ জিও। প্রথম দিনের ব‍্যবসার পরিমাণ দেখে ফিল্ম বিশেষজ্ঞদের মত, সপ্তাহান্তে আরো বাড়তে পারে আয়ের অঙ্কটা।

প্রসঙ্গত, গত মাসে ‘নাচ পঞ্জাবন’ গানটি মুক্তি পাওয়ার পরেই অভিযোগ উঠেছিল প্রযোজক করনেল বিরুদ্ধে। আবরার উল হক নামে এক পাক গায়ক দাবি করেছিলেন, যুগ যুগ জিও ছবির ‘নাচ পঞ্জাবন’ গানটি আসলে তাঁর। করন সেটা চুরি করে নিজের ছবিতে ব‍্যবহার করেছেন বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানি গায়ক।

এরপরেই মুখ খোলে মুভি বক্স এবং টি সিরিজ। এই দুই সংস্থার কাছেই গানটির রেকর্ড লেবেল রয়েছে। মুভি বক্সের তরফে পালটা টুইটে লেখা হয়েছে, গানটি ছবিতে ব‍্যবহার করার লাইসেন্স রয়েছে। করন ও তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের সমস্ত আইনি অধিকার রয়েছে গানটি ব‍্যবহার করার। পাক গায়কের দাবি মানহানিকর বলেও অভিযোগ করেছে মুভি বক্স।

ছবির মুক্তি নিয়ে প্রথমে অনিশ্চয়তা দেখা দিলেও পরে সব বিতর্ক সরিয়ে মুক্তি পায় যুগ যুগ জিও। দীর্ঘ অবসরের পর ফের এই ছবি দিয়েই কামব‍্যাক করেছেন নীতু কাপুর। এই প্রথম জুটি বাঁধলেন কিয়ারা বরুন। দুজনের অনস্ক্রিন রসায়ন বেশ পছন্দও হয়েছে দর্শকদের। মুক্তির পর প্রতিবেদনটি লেখা পর্যন্ত যুগ যুগ জিওর IMDb রেটিং ১০ এর মধ‍্যে ৮।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর