কেকের মৃত‍্যুতে কাঠগড়ায় গায়কের টিম, ক্রমাগত আসছে হুমকি চিঠি! মুখ খুললেন শিল্পী-তনয়া তামারা

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য একটা বড় ঝড় বয়ে গিয়েছে সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (KK) পরিবারের উপর দিয়ে। গত ৩১ মে প্রয়াত হয়েছেন জনপ্রিয় গায়ক কেকে। তাঁর পরিবার এখনো ধাক্কাটা সামলে উঠতে পারেনি। তার মধ‍্যেই ক্রমাগত হুমকি পেয়ে চলেছে প্রয়াত গায়কের টিম। দায়িত্বে গাফিলতির অভিযোগ এনে সমানে গালিগালাজ ক‍রে চলেছে নেটনাগরিকরা।

এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন কেকে কন‍্যা তামারা (Taamara)। এর আগে ফাদার্স ডে তে প্রয়াত বাবার উদ্দেশে একটি বড়সড় বার্তা দিয়েছিলেন তিনি। শেয়ার করেছিলেন কিছু অদেখা ছবি। এবারেও বাবার টিমের দিকে যখন আঙুল উঠছে তখন ঢাল হয়ে দাঁড়ালেন তিনিই।

IMG 20220627 193646
কেকে সহ তাঁর গোটা টিমের ছবি শেয়ার করে তামারা লিখেছেন, ‘আমরা ধন‍্যবাদ জানাতে চাই এই ছবির প্রত‍্যেকটি মানুষকে যারা বাবাকে প্রতিটি সফরে সঙ্গ দিয়েছেন আর শো গুলিকে স্মরণীয় করে তুলেছেন। আমি হিতেশ আঙ্কেলকে বলেছিলাম যে আমি, মা আর নকুল বাবার শেষ মুহূর্তে ওখানে ছিলাম না। শেষ বিদায়ও জানাতে পারিনি। কিন্তু আমরা খুব খুশি যে ওঁরা সে সময়ে বাবার পাশে ছিলেন। যেদিন থেকে বাবার সঙ্গে উনি যুক্ত হন সেদিন থেকে তাঁর চিন্তা দূর হয়ে গিয়েছিল।’

এরপর তামারা লিখেছেন, ‘আমি শুনেছি যে হিতেশ আঙ্কেল আর শুভমের বিরুদ্ধে অনেক ঘৃণা আর রাগ প্রকাশ করছেন অনেকে। যারা এই ধরনের হিংসা ছড়াচ্ছেন তারা নিজেদের প্রশ্ন করুন, বাবা এগুলো দেখলে কী ভাবতেন? কিছু সাংবাদিক, চ‍্যানেল আর যারা চটুল শিরোনাম আর ফটোশপ করা খবরের সূত্রের উপরে ভিত্তি করে বিচার করছেন। ঘৃণা ছড়াবেন না।’

https://www.instagram.com/p/CfQ4UmLNsQ2/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে পিতৃদিবসে একটি বড়সড় বার্তা দিয়েছিলেন কেকে কন‍্যা। সেখানে লেখা, ‘যদি তোমাকে ১ সেকেন্ডের জন‍্যও আমার বাবা হিসাবে পাই তাহলে তোমাকে ১০০ বার হারানোর কষ্টটাও সয়ে নেব। তোমাকে ছাড়া জীবনটা অন্ধকার বাবা। তুমি সবথেকে মিষ্টি আর ভাল বাবা ছিলে, যে অপেক্ষা করে থাকত আমাদের আদর করার জন‍্য। তোমাকে খুব মিস করি।

তোমার সঙ্গে খাওয়া, আমাদের হাসির মুহূর্ত গুলো, রান্নাঘরে লুকিয়ে খাবার খাওয়া, আমার গান তোমাকে শোনানো, ছোট ভয়েস নোটের পরিকল্পনাগুলো, তোমার অভিব‍্যক্তিগুলো মিস করি। তোমার হাত ধরাটা মিস করি‌।’

Niranjana Nag

সম্পর্কিত খবর